Site icon suprovatsatkhira.com

সফলতা বা ব্যর্থতা নয়: গুরুত্বপূর্ণ হল আন্তরিকতা তালার মাগুরায় বোরো ধান রোপণে ব্যস্ত কৃষকরা

সুমন কর্মকার, মাগুরা (তালা) প্রতিনিধি : তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাঠে মাঠে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সকাল হতেই কৃষকেরা ট্রাক্টর, কোদাল, মই ও মাথাল নিয়ে বেরিয়ে পড়ছেন মাঠে। বোরোর চারা রোপণে তাঁদের মধ্যে উৎসবের ভাব লক্ষ্য করা যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ ফসলের মাঠে ধানের কচি চারার সবুজ গালিচা। বীজতলা থেকে ধানের চারা তুলছেন চাষিরা। কোথাও কোথাও গভীর নলক‚প থেকে তোলা হচ্ছে সেচের পানি।

কেউ ট্রাক্টর আবার কেউ পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছেন। কৃষাণ-কৃষাণীরা রয়েছে ন ফুরফুরে মেজাজে। কেউবা জমিতে হাল চাষ দিচ্ছেন, কেউ জমির আইলে কোদাল মারছেন কেউ আবার বীজতলা থেকে ধানের চারা তুলে তা রোপণ শুরু করছেন। মাগুরাডাঙ্গা গ্রামের বিশ্বজিত মন্ডল জানান, গত বছর বোরো চাষ করে লাভবান হয়েছেন তিনি। এবারও সে আশায় ৫ বিঘা জমিতে বোরো আবাদ শুরু করেছেন। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন জানান, বোরো ধান রোপণ শুরু হয়েছে। সরকার প্রতিবছরই কৃষকদের পর্যাপ্ত প্রণোদনা দিচ্ছে। ফসল উৎপাদনে দেওয়া হচ্ছে কৃষকদের প্রশিক্ষণ। প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version