আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় কৃষি দপ্তরের প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম ক্ষেত পরিদর্শন করেন। বুধহাটা ইউনিয়নের ৫ নং বুধহাটা বøকের রাজস্ব অর্থায়নে শ্বেতপুর গ্রামের মেহেদী হাসানের প্রদত্ত ব্রিধান ৮৪, একই প্রকল্পের মেহেদী হাসানের রাজলক্ষী ৩৩৫৫ জাতের ভুট্টা প্রদর্শণী পরিদর্শন ও সাইনবোর্ড স্থাপন করা হয়। একই দিন গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় একই গ্রামের মান্নান সরদারের সুপার সাইন ২৭৬০ জাতের ভুট্টা ক্ষেত পরিদর্শন করা হয়। এসময় আগাছা ও পোকামাকড় দমনের পরামর্শ পদান করা হয়। এছাড়া বুধহাটা গ্রামের মর্জিনা খাতুনের বসতবাড়িতে সবজির পুষ্টি বাগান প্লটে মাচান প্রদান করা হয়।
8,629,305 total views, 8,855 views today