Site icon suprovatsatkhira.com

বিন্দু একদিন সিন্ধুতে পরিণত হবে: ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বেসরকারি নারী উন্নয়ন সংগঠন বিন্দু’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলা ভূমি অফিস পাঠাগারের হলরুমে এসব কর্মসূচি পালিত হয়। দেশের খ্যাতনামা সাহিত্যিক গাজী আজিজুর রহমানের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম।

এসময় তিনি বলেন, আমার বিশ্বাস বিন্দু একদিন সিন্ধুতে পরিণত হবে। দেশের পিছিয়ে পড়া নারী ও জলবায়ূ ন্যায্যতার দাবিতে সংগঠনটি ব্যাপক ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ও করোনা মহামারিতে সংগঠনটি নিরলসভাবে কাজ করেছে এবং এখনও করছে। এই সংগঠনটি আমি আমার নিজের সংগঠন মনে করি। তারা ডাক দিলে শত ব্যস্ততার মধ্যেও আমি ছুটে আসি।

বিন্দু’র নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হুসাইন, বিন্দুর উপদেষ্টা অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সাংবাদিক হাবিবুল্লাহ বাহার, ছাত্রনেতা মীর মাসুম বিল্লাহ, ইলিয়াস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিন্দুর সভাপতি জাকিয়া রাজিয়া ও সদস্য কানিজ শাইমা আখির সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা শেষে কেক কাটা অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version