Site icon suprovatsatkhira.com

গরম কাপড়ের পরশ পেয়ে বেজায় খুশি দুস্থ ও ছিন্নমূল মানুষগুলো

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় তীব্র শীত পড়েছে। শীতে কাবু ছিন্নমূল মানুষজন। কয়েকদিনের প্রচন্ড শীতে ছিন্নমূল মানুষের যখন জবুথবু অবস্থা ঠিক সেই সময়ে সাতক্ষীরা সদরের বিভিন্ন এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুস্থ, অসহায়, বৃদ্ধা, প্রতিবন্ধী, এতিম, ছিন্নমূল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন গণমানুষের প্রিয় নেতা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (৩১ জানুয়ারি) রাতে গায়ে গরম কাপড় পরিয়ে দিলেন বারবার নির্বাচিত জননন্দিত নেতা জনগণের বন্ধু বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। প্রকৃত দুস্থ ও ছিন্নমূল মানুষগুলো যেন শীতবস্ত্র পান সেজন্যই রাতে ঘুরে ঘুরে এগুলো বিতরণ করেন তিনি।

সদরের লাবসা চম্পা মায়ের দরগা, মুনজিতপুর, কদমতলাসহ পথে-ঘাটে ঘুমন্ত বা শীতে কাঁপা বৃদ্ধ-বৃদ্ধাসহ সব বয়সীদের গায়ে গরম কাপড় পরিয়ে দেন তিনি। শীতের রাতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির গরম কাপড়ের পরশ পেয়ে খুশি হন অসহায়রা। কেউ কেউ তার জন্য তাৎক্ষণিক দোয়াও করেন। কম্বল বিতরণকালে এমপি রবি বলেন, সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে একটি মানুষও যেন এই শীতে কষ্ট না পায় সে জন্য এ কম্বল বিতরণ করা হচ্ছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে এ কম্বল বিতরণ চলে মধ্যরাত পর্যন্ত।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version