নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের কামারগাঁতি গ্রামে হযরত শাহ্সূফী ছোটমিয়া (রহঃ) পীর সাহেব এর ৫১তম বার্ষিক ওরছ শরীফ শুরু হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৭ টায় পবিত্র কোরআন তেলোয়াত ও পীর সাহেবের মাজার জিয়ারতের মধ্য দিয়ে চার দিনব্যাপী এই ওরছ শরীফ শুরু হয়।
ওরছ শরীফে সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দায় প্রধান অতিথি হিসেবে এবং সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রতনপুর ইউপি চেয়ারম্যান আলীম আল-রাজী টোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন কামারগাতি মাজার শরীফের সাধারণ সম্পাদক ও ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন।
রবিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩ টায় হামদে এলাহী, নাতে রাসুল (সঃ), গজল, ক্বিরাত পাঠ ও আযান প্রতিযোগিতা এবং হুদায়বিয়ার সন্ধি ও ছোটমিয়া (রহঃ) পীর সাহেবের পরিচিতি সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামী ১৮ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত ফাতেহা শরীফ ও আখেরী মোনাজাতের পর তাবারক বিতরণের মধ্য দিয়ে চার দিনব্যাপী ওরছ শরীফ শেষ হবে বলে জানা গেছে।