Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জের বিষ্ণুপুর বাজারে টেলিকমের দোকানে চুরির ঘটনায় আটক  ১ 

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুর বাজারে সংঘটিত চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে নুর আমিন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজুর রহমানের ছেলে। পরে তার স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মালামাল।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি দিবাগত রাতে বিষ্ণুপুর বাজারে অবস্থিত মদিনা টেলিকম নামক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যান বিষ্ণুপুর গ্রামের নন্দদুলাল রায়ের ছেলে শ্যামল রায় (৩২)। পরদিন সকালে তিনি দোকানে এসে টীনের চাল কাটা অবস্থায় দেখতে পান। পরবর্তীতে নগদ ১০ হাজার টাকা, দোকানে থাকা দু’টি মোবাইল ফোন, চার্জার লাইট, মেমোরি বক্স, মাল্টিপ্লাগ, মোবাইল চার্জারসহ বিভিন্ন মালপত্র চুরির বিষয়টি নিশ্চিত হন।

এঘটনায় তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় এজাহার দেন। পরবর্তীতে পুলিশ সিসিটিভি’র ফুটেজ দেখে স্থানীয়দের সহযোগিতায় সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টার দিকে থানার উপ-পরিদর্শক নকিব পান্নুর নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে চুরির সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে নুর আমিনকে আটক করে। এরপর তার দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে চুরিকৃত মালপত্র উদ্ধার করে পুলিশ।
প্রসঙ্গত, এর আগেও ওই যুবক কুশুলিয়া পুলিনবাবুর মোড়ে অবস্থিত অমলেন্দু মন্ডলের ইলেকট্রনিক্স দোকানে চুরির পর তাকে আটক করা হয়। যদিও সেসময় স্থানীয়ভাবে মীমাংসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version