কলারোয়া প্রতিনিধি: এফডিআর রেমিট্যান্স অলাইন ব্যাংকিং ও বিদ্যুৎ বিল গ্রহণসহ উন্নয়নমুখি বিভিন্ন সেবা নিয়ে সাতক্ষীরা কলারোয়ার রায়টা বাজারে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট শাখা উদ্বোধন করছেন প্রধান অতিথি ডাচ্ বাংলা ব্যাংকের খুলনা ডিভিশনাল ম্যানেজার এএইচ কামরুজ্জামা।
বুধবার (২৬জানুয়ারি) দুপুরে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা বাজারের খোরদো রোড জাহাঙ্গীর হোসেন হুজুরের মার্কেটে সাহা ট্রেডার্সে এ শাখা উদ্বোধন করা হয়।
সাতক্ষীরার ডাচ্ বাংলা ব্যাংকের মাস্টার এজেন্ট আরিফুর রহমানের সঞ্চালনায় রায়টা শাখার সত্বাধিকারি বাসুদেব কুমার সাহার ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী গাজী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১নং ইউপি সদস্য জাকির হোসেন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিসুর রহমান, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদুজ্জামান ফরিদ, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফফার, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আহসান আলী, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ফারুক হোসেন, মহিলা ইউপি সদস্য ফরিদা খাতুন, মর্জিনা খাতুন, কদবানু, ডাচ্ বাংলা ব্যাংকের খোরদো শাখার স্বাধিকারী প্রণব সাহা, সাতক্ষীরা ব্যাংকের এরিয়া ম্যানেজার আলতাফ হোসেন, কমপ্লেন্স ম্যানেজার অমল বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা ডিভিশনাল ম্যানেজার এএইচ কামরুজ্জামান বলেন, কলারোয়া উপজেলায় ডাচ্ বাংলা ব্যাংকের অষ্টম তম এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন করা হয়েছে রায়টা বাজারে। এ এজেন্ট শাখায় মানুষ হয়রানি মুক্ত ভাবে এফডিআর রেমিট্যান্স অলাইন ব্যাংকিং ও বিদ্যুৎ বিল গ্রহণসহ উন্নয়নমুখি বিভিন্ন সেবা পাবে। এ জন্য ডাচ্ বাংলা ব্যাংকে হিসাব খোলার জন্য আহ্বান করেন তিনি।