নিজস্ব প্রতিনিধি: করোনা প্রতিরোধে কালিগঞ্জে জুমার নামাজের পর মুসল্লিদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) উপজেলার সদর বাজারগ্রাম রহিমপুর বায়তুল মামুর জামে মসজিদে মিশন মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে এ মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ শেষে মসজিদের ইমাম হাফেজ গোলাম কিবরিয়া মুকুল ও মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র প্রকল্প পরিচালক শেখ আব্দুল্লাহ মসজিদের মুসল্লিদের মাক্স ব্যবহার করার জন্য সচেতনতামূলক প্রচারণা করেন।
তারা বলেন, করোনা প্রতিরোধে নিজে ও অন্যকে সঠিক ভাবে মাস্ক পরার পরামর্শ দিন।
মুখ, নাক এবং থুতনি নিরাপদে ঢেকে রেখে মাস্ক পরুন, পাশে যেন কোন ফাঁক না থাকে। মাস্ক পরার সময় নাক খোলা রাখবেন না এবং ঢিলেঢালা ভাবে মাস্ক পরবেন না।
মাস্ক পরার আগে নিশ্চিত করুন মাস্কটি পরিষ্কার আছে কিনা নোংরা, ছেড়া বা ভেজা মাস্ক পরবেন না। মাস্ক পরা বা খোলার আগে অবশ্যই সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে নিন।
কাপড়ের মাস্ক প্রতিবার ব্যবহারের আগে সঠিক ভাবে ধুয়ে নিবেন এবং পরিষ্কার জায়গায় রাখবেন। সার্জিক্যাল মাস্ক একবার ব্যবহারের পরে ফেলে দিন। ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে বলে জানান তারা।