Site icon suprovatsatkhira.com

উপকূলীয়  কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট : উপকূলীয়  কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীতে এনআরবিসি ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম ও সাতক্ষীরা জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। সাতক্ষীরার সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুন্তাসিরের সঞ্চালনায় সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বণিক বার্তার উপ-নগর সম্পাদক ও বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এছাড়াও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, একাত্তর টিভির কাবেরী মৈত্রেয়, দৈনিক কালের চিত্রের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, এনটিভির সুভাষ চৌধুরী, অধ্যক্ষ আশেক ই এলাহী, একাত্তর টিভির বরুণ ব্যানার্জি, ইন্ডিপেন্ডেট টিভির আবুল কাশেম প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপক‚লীয় এলাকার কৃষিখাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

লবণাক্ততা বৃদ্ধির কারণে উপক‚লে কৃষি কাজ ব্যহত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ও প্রাকৃতিক দুর্যোগে বেড়ি-বাধ ভেঙে কৃষি জমিতে বালুর স্তুপ বাড়ছে। জলবায়ুর এমন বিরূপ প্রভাবে উপক‚লের কৃষিতে প্রায় ৩৩ হাজার কোটি টাকার শস্য ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে আধুনিক প্রযুক্তি প্রয়োগের ফলে এবং লবণ সহিষ্ণু ধান উদ্ভাবনের কারণে উপক‚লের লবণাক্ত এলাকায় তুলনামূলকভাবে শস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলেও মতবিনিময় সভায় বক্তারা উল্লেখ করেন। জলবায়ুর প্রভাবে উপক‚লের কৃষির ক্ষতি পুষিয়ে উঠতে গভীর পর্যবেক্ষণ, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন, বিকল্প কৃষি ব্যবস্থা ও উপক‚লে সরকারি প্রণোদনা যথাযথ বণ্টনের বিষয়ে মতবিনিময় সভায় অধিক গুরুত্ব দেওয়া হয়।

মতবিনিময় সভায় দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, মাছরাঙা টিভির সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, গাজী টিভির সাতক্ষীরা প্রতিনিধি কামরুল হাসান, বিটিভির সাতক্ষীরা প্রতিনিধি মোজাফফার রহমান, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার উপ-সম্পাদক মাজহারুল ইসলাম, বাংলা ট্রিবিউনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান সরদারসহ সাতক্ষীরার ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version