Site icon suprovatsatkhira.com

ইটাগাছা হতে ঘোনার কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরার ইটাগাছা আর এইচ ডি (উপজেলা হেডকোয়ার্টার) ঘোনা ইউপি সড়কে পুনর্বাসন কাজের কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (০২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় সদরের শিবপুর ইউনিয়নের বাঁশতলা বাজারে শিবপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এস.এম আবুল কালাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে প্রধান অতিথি হিসেবে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্র সরকার, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, নির্মাণ কাজের ঠিকাদার শাহীনুর রহমান বাবু ও সুমন হোসেন প্রমুখ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় চুক্তি মূল্য ২ কোটি ৮ লক্ষ ১ হাজার ৪৮২ টাকা ব্যয়ে ইটাগাছা হতে ঘোনা সড়কে ৪৮২০ মিটার কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version