Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে ৪৩২২ শিক্ষার্থীর টিকা প্রদান

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকাদান কার্যক্রমের ৪র্থ দিনে ৪৩২২ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) দু’টি ইউনিয়নের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়।

আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তে আনুলিয়া ইউনিয়নের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিকাদান করা হয়। একেন্দ্রে ২ হাজার ৫২ শিক্ষার্থীকে টিকা দেওয়া সম্ভব হয়। অপরদিকে রিভারভিউ কেওড়া পার্কে বড়দল ইউনিয়নের সকল মাধ্যমিক স্তরের স্কুল, মাদরাসা ও কলেজিয়েট স্কুলের ৭ম থেকে একাদশ শ্রেণির ২২৭০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।

টিকা নিতে আসা মানুষকে বহনকারী যানবাহন, সড়কের প্রতিদিন চলাচলকারী যানবাহনের ভিড়ে এদিনও সাতক্ষীরা-শ্রীউলা ভায়া আশাশুনি সড়কের মহেশ্বরকাটি বাজার ও আশাশুনি বেইলী ব্রিজ এবং বাইপাস সড়কের বড় অংশ জুড়ে চরম যানজটের সৃষ্টি হয়। একই সাথে উপজেলা সড়কেও ছিল ব্যাপক যানজট ও মানুষের ভীড়ে বিপর্যস্ত। সকাল থেকে ২ টা পর্যন্ত যানজটে পড়ে পথচারী, যানবাহন যাত্রী ও চালকদের মধ্যে কল্পনাতীত দুর্ভোগ নেমে আসে। এছাড়া দু’টি টিকাদান কেন্দ্রে শত শত শিক্ষার্থীদেরকে লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ পোহাতে হয়েছে।
আশাশুনিতে প্রয়োজনীয় টিকা না থাকায় রবিবার (১৬ জানুয়ারি) শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version