আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে বিশেষ কম্বিং অপারেশন-২০২২ উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) উপজেলার খোলপেটুয়া নদীতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসেইন খাঁন মোবাইল কোর্ট পরিচালনা করেন।
আশাশুনির মানিকখালী ব্রীজের কাছ থেকে হাজরাখালী খেয়াঘাট পর্যন্ত খোলপেটুয়া নদীতে কম্বিং অপারেশ পরিচালনা করা হয়। অপারেশন চলাকালে মোবাইল কোর্টে নদীতে অবৈধ ভাবে জাল ফেলে মাছ ধরার অপরাধে ৬ টি বেহুন্দি জাল, ২ টি চরঘেরা জাল জব্দ করা হয়। এসময় জাল ফেলা ও পাতার সাথে জড়িত থাকার অপরাধে ৩ জনকে ২২০০ টাকা জরিমানা করা হয়। আটককৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোস্তাফিজুর রহমান, পুলিশ সদস্য তার সাথে ছিলেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/