Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে ব্যবসায়ীকে জখম ও ছিনতাই :গ্রেফতার ১

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির শোভনালীতে এক মৎস্য ব্যবায়ীকে হত্যার চেষ্টা, রক্তাক্ত জখম ও মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত ব্যবসায়ীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ এক আসামিকে গ্রেফতার করেছে।

আসামি পক্ষের খুন জখমের হুমকিতে বাদী ১৭ জানুয়ারি (সোমবার) থানায় সাধারণ ডায়েরী করেছেন।
শোভনালী গ্রামের মৃত জবেদ আলী গাইনের ছেলে আফজাল হোসেন মৎস্য ঘের ব্যবসায়ী। টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ে আসামি বৈকরঝুটি গ্রামের মৃত জবেদ মোড়লের ছেলে ইমদাদুল ও শোভনালী গ্রামের মৃত মেহের সরদারের ছেলে মোমজেত তাকে দীর্ঘদিন হয়রানী, ক্ষয়ক্ষতি, গালিগালাজ ও জীবন নাশের হুমকি দিয়ে আসছিল। গত ২২ ডিসেম্বর তারা অজ্ঞাতনামা আসামিদের নিয়ে জনৈক আঃ রাজ্জাকের দোকানের সামনে অশ্লীল ভাষায় গালিগালাজ করলে আফজাল মৌখিক প্রতিবাদ করে। তখন আসামিরা লোহার রড, দা দিয়ে হামলা করে রক্তাক্ত হাড় কাটা ও ফাটা জখম ও শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। ৮৫ হাজার টাকা মূল্যের মোবাইল ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে আহত আফজালের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে থানায় মামলা (নং ১১) রুজু করলে পুলিশ ১নং আসামি ইমদাদুলকে গ্রেফতার করেন। ঘটনার পর অন্য আসামীসহ তাদের সহযোগিরা মামলার বাদী ও বাদীর পরিবারের লোকজনকে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে। এমনকি ছোট ছেলেমেয়েরা আসামির বাড়ির কাছে প্রাইমারি স্কুলে গেলে তাদেরকেও হুমকি দেওয়া হচ্ছে। মামলা না ওঠালে খুন জখমের হুমকিতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ব্যাপারে মামলার বাদী থাানয় ১৭ জানুয়ারি ৬৮৬ নং সাধারণ ডায়রী করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version