আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশের অভিযানে চুরি হওয়া ৪০ হজার টাকাসহ ৪ চোর এবং নিয়িমত মামলায় ওয়ারেন্ট ভুক্ত দুই জনকে আটক করা হয়েছে। থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে এসআই (নিঃ) আবু হানিফ সঙ্গীয় ফোর্সের সহায়তায় থানায় চুরি মামলা নং-২০(০১)২০২২ যশোর জেলার অভয়নগর থানর গুয়াখোলা (প্রফেসর পাড়ার মোড়) এর মোঃ খোকন খাঁ এর ছেলে মোঃ রাফু খাঁ(৩০) ও ছামাদ মোল্যার ছেলে অলিয়ার মোল্যা(৪৮), মোঃ বদরুদ্দীন সরদারের ছেলে মোঃ মিলন সরদার(৩৫) ও শার্শা থানার কাটশিকরা গ্রামে মৃত আনছার আলী মোড়লের ছেলে মোঃ ফজলুর রহমান(৪৫) এদেরকে সাতক্ষীরা সদর থানা এলাকায় হইতে আশাশুনি মোটর সাইকেল গ্যারেজ সমিতি সংলগ্ন মেসার্স শাওন ষ্টোর মুদি দোকান হইতে চুরি যাওয়া (চল্লিশ হাজার চারশত) টাকা সহ হাতেনাতে গ্রেফতার করেন।
এছাড়াও এএসআই (নিঃ) নাজিম উদ্দীন ও এএসআই (নিঃ) হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর এবং জিআর ওয়ারেন্ট মূলে আসামী আশাশুনি থানার কল্যানপুর গ্রামের মৃত বারী সানার ছেলে মোঃ লাভলু সানা, চিলেডাঙ্গা (পদ্মাবেউলা) গ্রামের আবদুল গফফার সরদারের ছেলে মোঃ রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিচারর্থে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।