Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে টিকাদান কার্যক্রমের ৬ষ্ঠ দিনে ৩৮৯০ শিক্ষার্থীর টিকা দান

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকাদান কার্যক্রমের ৬ষ্ঠ দিনে ৩৮৯০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দু’টি ইউনিয়নের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়।

আশাশুনি উপজেলার দরগাহাপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে দরগাহপুর ইউনিয়নের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিকাদান করা হয়। একেন্দ্রে ১ হাজার ৮৫০ শিক্ষার্থীকে টিকা দেওয়া সম্ভব হয়। অপরদিকে চাপড়া রিভারভিউ কেওড়া পার্কে কাদাকাটি ইউনিয়নের সকল মাধ্যমিক স্তরের স্কুল ও মাদরাসার ৭ম থেকে একাদশ শ্রেনির ২০৪০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) আশাশুনিতে শোভনালী ইউনিয়নের সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের এবং ১০ ইউনিয়নের বাদ পড়া শিক্ষার্থীতের টিকা দেওয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version