Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে জিকেবিএসপি প্রকল্পের কৃষক প্রশিক্ষণ

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে গোপালগঞ্জ খুলনা বাগেরহাট সাতক্ষীরা পিরোজপুর (জিকেবিএসপি) প্রকল্পের আওতায় দু’ব্যাচের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) আশাশুনি কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ১০ ও ১১ জানুয়ারি প্রথম ব্যাচে ৩০ জন এবং ১২ ও ১৩ জানুয়ারি ২য় ব্যাচের ৩০ কৃষকের প্রশিক্ষণ দেওয়া হয়। ১০ জানুয়ারি প্রশিক্ষণ কার্যক্রমরে শুভ উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ আলহাজ্ব নূরুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ খালিদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বোরো ধানের জাত পরিচিতি, উৎপাদন প্রযক্তি, রোগ পোকামাকড় দমন, সরিষা, সূর্য্যমুখী, মসুর ডাল, গম, পেয়াজ, রসুন, আদা, হলুদ চাষ, ফবৈাগান, জৈব কৃষি, ভার্মি কম্পোষ্ট, স্তুপ কম্পোষ্ট বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version