আশাশুনি প্রতিনিধি: আশাশুনির আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র ও আ’লীগকে ধ্বংসের পায়তারার প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) বিকালে ইউনিয়নের বিছট বাজারে প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ।
ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী, শত শত আ’লীগ সমর্থিক ব্যক্তিবর্গের অংশ গ্রহনে দীর্ঘ মানববন্ধন চলাকালে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আনুলিয়ান ইউনিয়ন আ’লীগের সভাপতি বারবার নির্বাচিত নৌকা প্রতীকের সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন। বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৫নং ওয়ার্ড আ’লীগ সভাপতি সুকুমার বিশ্বাস, ইউনিয়ন আ’লীগের সিঃ সহ-সভাপতি জেলা কাউন্সিলর রুহুল আমিন গাজী, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুবলীগ সাধারণ সম্পাদক এটিএম গাজী, সাংগঠনিক সম্পাদক সোহাগ মনি, বীর মুক্তিযোদ্ধা ছবেদ আলি, বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম, বীর মু্িক্তযোদ্ধা আঃ হাকিম, শ্রমিকলীগ সভাপতি কামাল হোসনেসহ বিভিন্ন ওয়ার্ড আ’লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের সভাপতি, সেক্রেটারীবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, আশরাফুল ও আঃ মান্নানের পরিবার আনুলিয়া আ’লীগকে প্রতিষ্ঠিত করেছিলেন। আমি ১৮ বছর তাদের হাত ধরে আ’লীগকে প্রতিষ্ঠা করে এসেছি। ২০১৩ সালে জামাত বিএনপি’র অত্যাচারে ইউনিয়নের আ’লীগ নেতৃবৃন্দের বাড়িঘর, অফিসে হামলা চালিয়ে ধ্বংস করেছিল। মানুষ এলাকা ছাড়া হয়েছিল। আমরা সকল অত্যাচারকে প্রতিহত করে সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করে আ’লীগকে সুরক্ষা ও নেতাকর্মীদেরকে সুসংহত করেছি। কিন্তু কয়েকমাস আগে থেকে জনৈক হাফেজ শামীমের মাধ্যমে আ’লীগকে জামাত বিএনপির হাতে তুলে দেওয়া হয়েছে। জামাতের রোকন, শীর্ষ সন্ত্রাসী, নাশকতাসহ অসংখ্য মামলার আসামী শওকত, এনামুল ও কাঠো মুক্তার এবং জামাতের অর্থদ্বাতা হাজী আঃ হাকিম এর পৃষ্ঠপোষকতার প্রার্থী সাহাবুদ্দিনের হাতে নৌকা তুলে দেওয়া হয়।
মুক্তিযোদ্ধার সন্তান ও জাতির পিতার সূর্য্য সৈনিকরা কখনো জামাতের সাথে আঁতাত করতে পারেনা। উপজেলা ও জেলা আ’লীগকে পাশ কাটিয়ে যারা তাদেরকে নৌকা পেতে সহায়তা করেছে তাদের ভুলের কারনে বিগত নির্বাচনে নৌকার সাথীরা আ’লীগকে না নিয়ে ভিন্নপথে ভোট করেছে। শুধু তাই নয় আ’লীগ, ছাত্রলীগসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করার পায়তারা করেছে। উপজেলা নির্বাচনে নৌকার বিরুদ্ধে আনারসের পক্ষে কাজ করা সাহাবুদ্দিনকে সাথে নিয়ে জামাত রোকন জোনাব গাজীসহ অন্যদের নিয়ে এলাকায় অরাজকতা সৃষ্টিকারীরা এখন নৌকা দরদী সাজসে। বক্তাগণ তাদেরকে হুঁশিয়ারী করে দিয়ে বলেন, আ’লীগের কোন ছোট নেতাকর্মীর উপরও হাত তোলা হলে ছাড় দেওয়া হবেনা। তিনি কেন্দ্রীয় নেতাকর্মীদেরকে বিষয়গুলো তদন্তপূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহন এবং জামাত-বিএনপি ও আ’লীগের শত্রæদেরকে আ’লীগে স্থান না দেওয়ার দাবী জানান।