শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরের কাশিমাড়ীতে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে ২য় বিয়ে অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী বৃদ্ধ ওমর আলী বিরুদ্ধে। ওমর আলী শংকরকাটি গ্রামের মৃত ছুন্নত আলীর পুত্র। প্রথম স্ত্রী ফরিদা খাতুন (৫৫) জানান, স্বামী ওমর আলী তার বিনা অনুমতিতে বংশীপুর গ্রামের মৃত জবেদ আলীর স্ত্রী ৯ কন্যা সন্তানের জননী ফরিদা খাতুন (৬০) কে ২য় বিবাহ করে বাড়িতে নিয়ে এসেছে।
ফরিদা খাতুন আরো জানান, তার স্বামী গত প্রায় ২মাস পূর্বে তার একমাত্র পুত্র, পুত্র বধু, ২ মেয়ে সহ তাকে বাড়ি থেকে জোর পূর্বক বের করে দেয়। তাদেরকে মারধর ও খুন জখমের হুমকী দেয়ায় জীবন ভয়ে বাড়িতে উঠতে পারছে না তারা। তিনি এখন পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে চন্ডিপুরে ভাড়া বাড়িতে আছেন। এই সুযোগে ওমর আলী ২য় স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে উঠেছেন। ১ম স্ত্রী ফরিদা খাতুন ও তার সন্তানদের নিয়ে ৪০ বছরের গোছানো সংসারে ফিরে যেতে চান। স্বামীর অত্যাচার ও নির্যাতনের প্রতিকার চেয়ে শান্তি পূর্ণ ঘরসংসার করার পরিবেশ ফিরে পেতে আইনী সহযোগিতা কামনা করেছেন। এ ব্যাপারে ওমর আলী জানান, তার ২য় স্ত্রীর বিবাহ নিকাহ রেজিষ্টারের কোন কাগজ তার কাছে নেই। তিনি ২য় বিয়ের কোন তথ্য দিবেন না বলে সাফ জানিয়ে দেন।