এস, এম, মোস্তফা কামালঃ শ্যামনগরে স্বচ্ছ লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৭জানুয়ারী (সোমবার) শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজনে লটারি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস, এম,আতাউল হক দোলন তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার রাষ্ট্রীয় ক্ষমতা আসায় দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে ও লটারিতে ভাগ্যবানদের সিডিউল মোতাবেক যথাযথ ভাবে কাজ করতে হবে।২০২১-২০২২ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের অধীন এ উপজেলায় ১২টি প্যাকেজ বাস্তবায়নের জন্য লটারি অনুষ্ঠিত হয়। বৈধ দরদাতাদের মধ্যে হতে প্যাকেজ ভিত্তিক একজন করে ঠিকাদার নির্বাচনের জন্য উন্মুক্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে লটারিতে জেলার বিভিন্ন উপজেলার ঠিকাদারগণ অংশগ্রহণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান(সাঈদ), মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব(ডলি),সহকারি কমিশনার(ভূমি) মোঃ শহীদুল্লাহ,বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন-উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম।পরবর্তীতে একই স্থানে উপজেলা পরিষদের উদ্যোগে নবগত ইউএনও মোঃ আক্তার হোসেন এর সাথে সকল স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা শুভেচ্ছা মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।