জানুয়ারি ১১, ২০২২
শ্যামনগরে অ-চাষকৃত উদ্ভিদের পাড়া মেলা অনুষ্ঠিত
মো. আল ইমরান, নিজস্ব প্রতিনিধি: পূর্বেকার দিনে ‘অচাষকৃত সকল উদ্ভিদ গ্রামের মানুষেরা নানান কাজে ব্যবহার করত। ছোট খাটো পেট ব্যথা, বাত ব্যথা, দাঁত দিয়ে রক্ত বেরোনো, কুকুরের কামড়, স্বর্দি কাশি, পেট ব্যথা, পাতলা পায়খানা, কুনোখো, গবাদী পশুর গায়ে চুলচুলে পোকা লাগা, টাক পোকা লাগা, আয়রনের ঘাটতি, ধাতু রোগসহ অনেক রোগের মহাঔষধ হিসাবে এগুলো ব্যবহার হতো। ঔষধি গাছের পাশাপাশি অ-চাষকৃত উদ্ভিদ খাদ্য তালিকায় থাকতো প্রায় প্রতিটি পরিবারের। এমন কোন পরিবার নেই যে তারা এসকল উদ্ভিদ ব্যবহার করতো না। কিন্তু কালের বিবর্তনে আধুনিক যুগে অনেকটাই হারাতে বসেছে। আর এসমস্ত উদ্ভিদ টিকিয়ে রাখতে এবং একই সাথে মানুষের মধ্যে অচাষকৃত উদ্ভিদের গুনাগুন সর্ম্পকে অবহিত করার জন্য মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা ৪ টায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষী আশ্রয়ন প্রকল্পে স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে এবং বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় অ-চাষকৃত উদ্ভিদের পাড়া মেলা অনুষ্ঠিত হয়। বিড়ালক্ষী আশ্রয়ন প্রকল্পের সভাপতি ফারুক হোসেনর সভাপতি ফারুক হোসেনর সভাপতিত্বে এবং বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবু সালেহ বাবু। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আকতারুজ্জামান লিটিল, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী পার্থ সারথী পাল, বারসিকের প্রোগ্রাম অফিসার রামকৃষ্ণ জোয়ারদার, মফিজুর রহমান, বাবলু জোয়ারদার,সহকারি প্রোগ্রাম অফিসার চম্পা মল্লিক, মনিকা পাইক, রুবিনা পারভীন সহ এলাকার সুশীল সমাজের মানুষেরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এসব অচাষকৃত উদ্ভিদের ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি এবং গ্রাম পর্যায়ে বিভিন্ন মেলা ও সভা আয়োজন করা হলে এসব অচাষকৃত উদ্ভিদ এখনও টিকিয়ে রাখা সম্ভব হবে। এসময় তিনি ইউনিয়ন পরিষদ চত্বরে অচাষকৃত উদ্ভিদের প্লট তৈরির জন্য বারসিকের নিকট আবেদন জানান। 8,614,966 total views, 6,623 views today |
|
|
|