শেখ শাওন আহমেদ সোহাগ: বর্ষিয়ান রাজনীতিবিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামানের তৃতীয় মৃত্যু বার্ষিকী ১৩ জানুয়ারি । ২০১৯ সালের ১৩ জানুয়ারি রবিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে শেখ ওয়াহেদুজ্জামান (৭৭) নিজ বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বর্ণাঢ্য এক স্বচ্ছ রাজনৈতিক জীবনের অধিকারী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ওয়াহেদুজ্জামানের তৃতীয় বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, ভক্ত, পরিবার-পরিজন আজ স্মরণ করবে তাকে। ঐতিহ্যের সূত্রধরে ওয়াহেদুজ্জামান ছাত্রজীবন থেকেই রাজনীতিতে ছিলেন সক্রিয়। সব প্রতিক‚লতা পেছনে ফেলে দুর্বার গতিতে এগিয়ে গেছেন মানুষের সেবায়। তিনি কাজ করেছেন যুদ্ধোত্তর বাংলাদেশ গঠনেও।
শেখ ওয়াহেদুজ্জামানের বড় ছেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি শেখ মেহেদী হাসান সুমন ও ছোট ছেলে কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্ পিতার বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে জানান, তাদের পিতা ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ৯ম সেক্টরে ক্যাপ্টেন নুরুল হুদার নেতৃত্বে একটি গ্রুপের কমান্ডার হিসেবে যুদ্ধ করেন। ১৯৭১ সালের ২০ নভেম্বর পাক হানাদার ও তাদের এ দেশীয় দোসরদের কবল থেকে মুক্ত হয় কালিগঞ্জ।
১৯৭২ সাল থেকে তিনি কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। ১৯৮৫ সাল থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে মৃত্যুর পূর্ব মুহ‚র্ত পর্যন্ত ওই পদে আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন। বিগত ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ অন্তত: ৩৮ টি সংগঠনের সাথে জড়িত ছিলেন বলে জানান তারা।