Site icon suprovatsatkhira.com

বছরের প্রথম দিনে তালায় পাঁচ মসজিদে চুরি

নিজস্ব প্রতিবেদক : বছরের প্রথম দিনে তালা উপজেলার ৫টি মসজিদে একযোগে চুরি সংগঠিত হয়েছে। এসময় মসজিদের গ্রিল কেটে দান বাক্স, মাইকের ব্যাটারি সোলার প্যানেলসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোর। জানা গেছে, শনিবার (১ জানুয়ারি) গভীর রাতে কোন এক সময়ে তালা উপজেলার খেশরা ইউনিয়নের পাঁচটি মসজিদে এসব চুরির ঘটনা ঘটে। খেশরা ইউনিয়নের শাহাজাতপুর গ্রামের বাসিন্দা ইকাবাল হোসেন জানান, চোরেরা তাদের এলাকায় উত্তর শাহাজাতপুর জামে মসজিদ, সানা পাড়া জামে মসজিদ, বায়েজিদ পাড়া জামে মসজিদ, মোড়লপাড়া জামে মসজিদ, জোয়াদ্দার পাড়া জামে মসজিদ ও পার্শ্ববর্তী ডুমুরিয়া জামে মসজিদের গ্রিল কেটে দান-বাক্সের টাকা, ব্যাটারি, সোলার, ঘড়িসহ বেশকিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে। বছরের শুরুতে এমন সংবাদে এলাকাবাসী হতবাক।

সানাপাড়া মসজিদের ইমাম শেখ আব্দুল গফুর জানান, এশার নামাজের পর মসজিদ বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। ফজরের আযান দিতে এসে মোয়াজ্জিন দেখেন মসজিদের গ্রিল কেটে দান-বাক্স ও মসজিদের মাইকের ব্যাটারি নিয়ে গেছে চোরেরা। সকালে জানলাম আশপাশের আরো ৪টি মসজিদেই একই রকম চুরি হয়েছে। চোরদের কাছ থেকে আল্লাহর ঘরও রেহাই পাচ্ছে না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দিক। খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঁচটি মসজিদ পরিদর্শন করেছে। চোরাই মালামাল উদ্ধারের অভিযান চলছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version