Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বিশেষ অভিযানে আটক বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ব্যবহার নিষিদ্ধ জাল আটকের পর আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টা থেকে বেলা সাড়ে ৩ টা পর্যন্ত কাঁকশিয়ালী নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১০ টি বেহুন্দী জাল, ২০ টি চরপেটা জাল ও ১০ টি নেট জাল জব্দ করে প্রেসক্লাব সংলগ্ন মুক্তিযোদ্ধা ইকোপার্কে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে অংশগ্রহণ করেন জেলা মৎস্য অফিসার মোহাম্মদ আনিসুর রহমান, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা, ক্ষেত্র সহকারী উজ্জ্বল অধিকারী, সুমন ঢালী প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version