জানুয়ারি ২৫, ২০২২
কালিগঞ্জের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের শপথ অনুষ্ঠিত
![]() নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ১২ ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার, সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য ও ১০ ইউনিয়নের চেয়ারম্যানের শপথ গ্রহণ সোমবার (২৫ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। শপথ গ্রহণ করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান জিএম আলিম আল রাজি টোকন ও মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সহকারী কমিশনার জুবায়ের হোসেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম প্রমুখ। উচ্চাদলতে নির্বাচন সংক্রান্ত মামলার কারণে কৃষ্ণনগর ইউপি’র চেয়ারম্যান সাফিয়া খাতুন এবং পবিত্র ওমরাহ হজ্জ্ব পালনের জন্য সৌদি আরবে অবস্থান করার কারণে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান শপথ গ্রহণ করতে পারেন নি। এদিকে উপজেলার ১২ ইউনিয়নের ১০৮ টি ওয়ার্ডের মধ্যে ১০৭ টি ওয়ার্ডের সাধারণ সদস্য ও ৩৬ টি সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যবৃন্দ সোমবার বিকেল ৩ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ গ্রহণ করেছেন। নবনির্বাচিত মেম্বারবৃন্দের পরিচয়পর্ব শেষে তাদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রোকনুজজামান, কালিগজ্ঞ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তা ইকবাল আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম ও দিপালী রানী ঘোষ, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ প্রমুখ। প্রসঙ্গত, আদালতে মামলাজনিত কারণে চাম্পাফুল ইউপি’র ৭নং ওয়ার্ডের সদস্য অমর কুমার সরকার শপথ নিতে পারেননি বলে জানা গেছে। 6,553,856 total views, 1,619 views today |
|
|
|