জানুয়ারি ২০, ২০২২
আগামী ২২ জানুয়ারি সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে বঙ্গবন্ধু জেলা ২য় বিভাগ ফুটবল লীগ ২০২১-২২ এর উদ্বোধন
![]() নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আগামী ২২ জানুয়ারি শনিবার বিকাল ২.৩০মিনিটে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু সাতক্ষীরা জেলা ২য় বিভাগ ফুটবল লীগ ২০২১-২২ এর উদ্বোধনি খেলা। সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ৩টি গ্রæপে জেলার মোট ১২টি ক্লাব অংশ নিচ্ছে। “ক” গ্রæপে অংশ নিচ্ছে দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব, গুড়পুকুর আদর্শ সংঘ, রসুলপুর ক্রীড়া সংস্থা ও পূর্বাচল ক্লাব। “খ” গ্রæপে অংশ নিচ্ছে কোমরপুর যুব সংঘ, ইয়াং সুলতানপুর ক্লাব, সেবা সংঘ, কুখরালী স্কাই স্পোর্টস এবং “গ” গ্রæপে অংশ নিচ্ছে ব্রাদাস ইউনিয়ন ক্লাব, পারুলিয়া যুবক সমিতি, ইয়াং স্পোটিং লাবসা ও গফ্ফার স্মৃতি সংসদ।
আগামী ২২ জানুয়ারি শনিবার বিকাল ২.৩০মিনিটে সাতক্ষীরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু সাতক্ষীরা জেলা ২য় বিভাগ ফুটবল লীগ ২০২১-২২ এর উদ্বোধনি খেলায় খেলবে দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব বনাম গুড়পুকুর আদর্শ সংঘ। বিঃ দ্রঃ অনিবার্য কারণ বশত: খেলা বন্ধ হলে পরবর্তীতে অবশিষ্ট খেলা বডিলি শিফট হবে। উভয় গ্রæপের খেলা লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। খেলার অবশিষ্ট ফিকচার পরবর্তীতে জানানো হবে। 4,617,194 total views, 4,018 views today |
|
|
|