Site icon suprovatsatkhira.com

আগরদাঁড়ীতে এস.এস.সি ও দাখিল পরীক্ষায় এ প্লাস ও গোল্ডেন এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : “পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে” এই প্রাণের মূল্যবান বাণীকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২১ সালের এস এস সি/ দাখিল পরীক্ষায় এ প্লাস ও গোল্ডেন এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন মিলন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ- জোহরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এড.শ্যামল ঘোষাল, আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, আবাদেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ সরদার, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পল্টু বাসার, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, কাশেমপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মনিরুজ্জামান, নব-নির্বাচিত আগরদাঁড়ী ইউপি সদস্য সামছুর রহমান, বেতলা দাখিল মাদ্রাসার সুপার গোলাম রব্বানী, আগরদাঁড়ী মহিলা মাদ্রাসার সুপার আবুল হুসাইন, বকচরা দাখিল মাদ্রাসার সুপার রমজান আলী, আগরদাঁড়ী ইউপি সচিব আলকাজ আলী, মাওলানা ইমান আলী, মহিলা ইউপি সদস্য মনোয়ারা খাতুন, কামরুন্নাহার কুসুম, রেবেকা খাতুন, ইউপি সদস্য মোছাফুর জামান মকুল, মাসুদ, মজনু, হুমাইন কবির মকুল, আশরাফুল ইসলাম, তরিকুল ইসলাম, শহীদুল ইসলাম প্রমুখ।

এসময় আগরদাঁড়ী ইউনিয়নের এসএসসি ও দাখিল পরিক্ষার্থী ২০২১ সালের এ প্লাস ও গোল্ডেন এ প্লাস পাওয়া ২৪ জন মেধাবী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট এবং তাদের অভিভাবকদেরকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় আগরদাঁড়ী ইউনিয়নের ইউপি সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন সামছুর রহমান দুলাল ও মিকাইল ইসলাম।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version