ডিসেম্বর ৬, ২০২১
কলারোয়ায় হানাদার মুক্ত দিবস পালন
কলারোয়া প্রতিনিধি: ৬ ডিসেম্বর, ১৯৭১ থেকে ২০২১, তারিখ একই, সাল ভিন্ন। পেরিয়েছে ৫০টি বছর। তবে বার একই, সোমবার। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ছিলো সোমবার, অর্ধশত বছর পর ২০২১ সালের ৬ ডিসেম্বরও সোমবার। এদিনটি সাতক্ষীরার কলারোয়ার ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ দিন। ৭১’র এদিনেই স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে কলারোয়ায়। মুক্ত হয় পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে।
দিবসটি উপলক্ষে দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। এতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক (পদাধিকার বলে) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ বিভিন্ন এলাকার বীর মুক্তি যোদ্ধা গণ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। 8,594,595 total views, 2,474 views today |
|
|
|