ডিসেম্বর ৬, ২০২১
কলারোয়ায় বিদ্যুৎস্পর্শে ব্যাবসায়ীর মৃত্যু
ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা: বৃষ্টি অবস্থায় ঘর থেকে মোটরসাইকেল নিয়ে মুদি দোকানে যাওয়ার উদ্দেশ্য বের হতে গিয়ে বারান্দার সামনে উঠানের কাঁদা মাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক লুজ তারের সাথে থাকা ভেজা বাঁশের খুঁটির উপর আছড়ে পড়ে সর্ট সার্কিটে মনিরুল ইসলাম মনি (৪০) নামের এক মুদি ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর ফকির পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। সে একই এলাকার মৃত রজব আলী ফকিরের ছেলে ও গয়ড়া কলেজ মোড় কারেন্টের খুঁটি সংলগ্ন টিউকলের সাথে থাকা দোকানের মুদি ব্যাবসায়ী। মৃত মুদি ব্যাবসায়ীর স্ত্রী মর্জিনা বেগম জানায়, দুইকাঠা জমির উপর টিনের ছাউনিতে ঘেরা ঘরে বড় ছেলের বয়স ১০ বছর ও ছোট ছেলে ৭ বছর বয়সী দুই সন্তান নিয়ে কোনরকম মুদি ব্যবসা করে স্বামী সংসার চললেও আয়ের একমাত্র ব্যক্তি শর্ট সার্কিটে এখন মারা গেছে ছোট্ট দুই শিশুর লেখা পড়ার ও ভরন পোষণের খরচ কীভাবে যোগাবেন এমন অসহায়ত্ব কাটাতে স্থানীয় এলাকা বাসী জনপ্রতিনিধি, প্রশাসন ও সুশীল সমাজের মানুষের নিকট সহযোগিতা কামনা করেছেন।
সুলতানপুর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির জানায়, টানা কয়েকদিনের নিন্ম চাপ বৃষ্টিতে পারিবারিক কবরস্থান পানিতে তলিয়ে গেছে থানা পুলিশে সংবাদ দেওয়া হয়েছে প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পুলিশি তদন্ত কার্যক্রম নিষ্পত্তি করলে সুলতানপুর বাজারের পার্শ্বে গনকবরস্থানে জানাজা নামাজ ও দাফন করা হবে।
8,594,961 total views, 2,840 views today |
|
|
|