ডিসেম্বর ৫, ২০২১
উচ্চ আদালতের আদেশ অমান্য করে জমি দখল করে মাছ চাষ করে যাচ্ছেন আরিজুল
নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় উচ্চ আদালতের আদেশ প্রতিপালনে বিলম্ব হওয়ায় সাড়ে ৩শ’ বিঘা জমির মালিকরা আগামী ইরি বোরো চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তথ্যানুসন্ধানে জানা গেছে, কলারোয়া উপজেলার বস্তপুর বিলে সাড়ে ৩শ’ বিঘা আবাদি জমি মালিক মানিকনগরের একাংশসহ বসন্তপুর গ্রাম বাসি। গত ৪/৫ বছর ধরে বসন্তপুর গ্রামের মৃত জোহর আলী মোড়লের ছেলে আরিজুল ইসলাম গংরা জমির অল্প সংখ্যাক জমির মালিকদের বিঘা প্রতি মোটা অংকের হারির টাকা দেয়ার প্রলোভনে আউশ আমন মৌসুমে মাছ চাষ শুরু করে। ইরি বরো মৌসুমে জমির মালিকরা ধান চাষ করবে। হরি দেয়ার নামে মাছের ঘের করার প্রতিশ্রæতি দিলেও তারা গত কয়েক বছর যাবত টাকা পরিশোধ না করে আত্মসাহ করে আসছে। এমনকি বিল এলাকার একশ’ বিঘা জমি মাছের ঘের করার কথা বলে জমির প্রকৃত মালিকদের নিকট থেকে সহি স্বাক্ষর না নিয়ে ডাঙ্গা জমিসহ প্রায় ৩শ’ বিঘা জমি জবর দখল করে মাছের ঘের করে আসছে। জমির মালিকদের জমি ছেড়ে দেয়ার জন্য এলাকা শতাধিক ব্যক্তি স্বাক্ষরিত করে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করে। বিলের প্রকৃত জমির মালিকদের পক্ষে বসন্তপুর গ্রামের মৃত ইসলামইল মোড়লের ছেলে জালাল উদ্দীনের দাখিল করা ওই অভিযোগ একাধিকবার সরেজমিনে তদন্ত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত রিপোর্ট জালাল উদ্দীন গংদের পক্ষে গেলেও ঘের মালিক আরিজুল ইসলাম সকল নির্দেশ অমান্য করে জোর পূর্বক ঘের পরিচালনা করে আসছেন। এমতাবস্থায় জালাল উদ্দীন মোড়ল নিরুপায় হয়ে জমির মালিকদের পক্ষে ঘের মালিক আরিজুল ইসলামের বিপক্ষে উচ্চ আদালতে রিট পিটিশন (হাইকোর্ট ডিভিশন) নং-৬৭১৫-২০২১) দাখিল করেন। বিজ্ঞ আদালত গত ২১ নভেম্বর এক আদেশে কৃষি জমি প্রকৃত মালিকদের অনুকুলে ছেড়ে দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। একই সাথে এ নির্দেশ এক সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করার জন্য ডেপুটি কমিশনার সাতক্ষীরা, রেভিনিউ ডেপুটি কালেক্টর সাতক্ষীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কলারোয়া, এসি ল্যান্ড কলারোয়া, ওসি কলারোয়া, তহশীলদার জয়নগর ইউপিকে নির্দেশক্রমে অনুলিপি প্রদান করেন। বসন্তপুর গ্রামের কৃষকরা বলেন, উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়ন না হওয়ায় আহামী ইরি বোরো মৌসুমে এলাকার শত শত কৃষক ফসল উৎপাদন থেকে বঞ্চিত হবে। এ অবস্থায় অবৈধ ঘের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ পূর্বক উচ্চ আদালতের নির্দেশনা মেনে এলাকার কৃষকদের জমি ফিরিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। 8,594,973 total views, 2,852 views today |
|
|
|