ডিসেম্বর ১১, ২০২১
ইশ্বরীপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি কাজে বাধা দেওয়া অভিযোগ
এস এম মোস্তফা কামাল : শ্যামনগরের ইশ্বরীপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জিএম সাদেকুর রহমানের নির্বাচনি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিদ্ব›দ্বী প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসার (রিটার্নিং অফিসার) বরাবর অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (সাবেক চেয়ারম্যান) জিএম সাদেকুর রহমান। অভিযোগ সূত্রে জানা গেছে, ‘গত ১০ ডিসেম্বর (শুক্রবার) তিনি নির্বাচন কার্যক্রমের উদ্দেশ্যে শ্রীফলকাটী নীল আকাশ যুব সংঘের পার্শ্ববর্তী এলাকায় কর্মী ও সমর্থকদের সাথে মতবিনিময় করছিলেন। তার এ মতবিনিময় সভা ভুন্ডুল করতে প্রতিদ্ব›দ্বী প্রার্থী জিএম শোকর আলীর ভাই গোলাম মোস্তফার নেতৃত্বে জাহিদ, রায়হান, রুবেল, কাদের, জাহাংগীর, বেল্লাল, শহিদুল, আমজাদ, সেবাদুল, শফিকুল ও জলিলসহ বেশ কয়েকজন ব্যক্তি অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রকাশ্য নানাবিধ হুমকী প্রদর্শন করে। তিনি অভিযোগে আরো উল্লেখ করেছেন, তিনি এবং তার কর্মীরা নির্বিঘেœ নির্বাচনি কাজ করতে পারছেন না। নির্বাচনের আচরণ বিধি অনুসারে নির্বাচন করতে প্রতিদ্ব›দ্বী প্রার্থীর বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন জিএম সাদেকুর রহমান। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে’। তবে এ ঘটনার বিষয়ে প্রতিদ্ব›দ্বী প্রার্থী জিএম শোকর আলী তার কর্মীদের এধরণের অভিযোগটি স্বীকার করেননি। 8,616,321 total views, 7,978 views today |
|
|
|