ডিসেম্বর ১২, ২০২১
আশাশুনিতে চেয়ারম্যান প্রার্থী ৪, মহিলা মেম্বার ১ ও মেম্বার পদে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে ৬৫৫ জন চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাইকালে ১৫ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। কাদাকাটি ইউনিয়নে কাউকে বাতিল না করায় চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বার ৬ জন ও মেম্বার পদে ৩২ জন বৈধ আছেন। শোভনালী ইউনিয়নে মহিলা মেম্বার ১ ও মেম্বার পদে ১ জনের মনোনয়ন বাতিল হওয়ায় চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা মেম্বার ১৪ জন ও মেম্বার পদে ৩৫ জনের মনোনয়ন বৈধ আছে। কুল্যা ইউনিয়নে কারো মনোনয়ন বাতিল না হওয়ায় চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বার ১৩ জন ও মেম্বার পদে ৩৬ জন বৈধতা পেয়েছেন। খাজরা ইউনিয়নে সাধারণ মেম্বার পদে ২ জনের মনোনয়ন বাতিল করায় চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা মেম্বার পদে ১৬ জন ও মেম্বর পদে ৪৬ জন বৈধ আছেন। বড়দল ইউনিয়নে চেয়ারম্যান পদে সোহরাব হোসেনের মনোনয়ন বাতিল করায় চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা মেম্বার ১৩ ও মেম্বার পদে ৩৫ জন বৈধতা পেয়েছেন। প্রতাপনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জনের মনোনয়ন বাতিল হওয়ায় চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা মেম্বার ১২ জন ও মেম্বার পদে ৪৬ জনের মনোনয়ন বৈধ রয়েছে। আনুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ঋণ খেলাপীর অভিযোগে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী সাহাবুদ্দিন সানা ও স্বতন্ত্র প্রার্থী রুহুল কুদ্দুছের এবং সাধারণ মেম্বার পদে ৬ জনের মনোনয়ন বাতিল হওয়ায় চেয়ারম্যান পদে ২ জন, মহিলা মেম্বার পদে ১৫ জন ও মেম্বার পদে ৪৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। 8,638,711 total views, 3,710 views today |
|
|
|