ডিসেম্বর ৯, ২০২১
আশাশুনিতে চেয়ারম্যান পদে ৬৯, মহিলা মেম্বার ১৩৯ ও মেম্বার পদে ৪৪৭ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে সর্বমোট ৬৫৫ জন চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী উপজেলা রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত প্রার্থীরা নিজেরা বা তাদের প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা প্রদান করেন। উপজেলার ১১ ইউনিয়নে সর্বশেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৬৯ জন, সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদে ১৩৯ জন ও সাধারণ আসনে মেম্বার পদে ৪৪৭ জন, সর্বমোট ৬৫৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইউনিয়ন ওয়ারী মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীদের পরিসংখ্যান হলো, আশাশুনি সদর ইউনিয়নে চেয়ারম্যান ৩ জন, মহিলা মেম্বার ১৫ জন ও মেম্বার ২৮ জন। শ্রীউলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বার ১০ জন ও মেম্বার পদে ৪৫ জন। বুধহাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা মেম্বার ১৪ জন ও মেম্বার পদে ৪৩ জন। দরগাহপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা মেম্বার পদে ১০ জন ও মেম্বার পদে ৪৪ জন। কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বার ৬ জন ও মেম্বার পদে ৩২ জন। শোভনালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা মেম্বার ১৫ জন ও মেম্বার পদে ৩৬ জন। কুল্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বার ১৩ জন ও মেম্বার পদে ৩৬ জন। খাজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা মেম্বার পদে ১৬ জন ও মেম্বর পদে ৪৮ জন। বড়দল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা মেম্বার ১৩ ও মেম্বার পদে ৩৫ জন। প্রতাপনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, মহিলা মেম্বার ১২ জন ও মেম্বার পদে ৪৬ জন। আনুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা মেম্বার পদে ১৫ জন ও মেম্বার পদে ৫৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 8,640,450 total views, 5,449 views today |
|
|
|