ডিসেম্বর ৯, ২০২১
শ্যামনগরে ৩ ইউপিতে ২০৫ প্রার্থীর মনোনয়ন জমা
এস, এম, মোস্তফা কামাল : আগামী ৫ই জানুয়ারি ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্যামনগরের ৩টি ইউনিয়ন থেকে মোট ২শ’ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৪ জন, সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ৪৮ জন এবং সাধারণ ইউপি সদস্য পদে ১শ’ ৪৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. রবিউল ইসলাম জানান, ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) মনোনয়নপত্র দাখিল করার সময় শেষ হয়। এ নির্বাচনের তফসিল অনুসারে মনোনয়ন পত্র বাছাই ১২ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর ও ২০২২ সালের ৫ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, ৩নং শ্যামনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন-চেয়ারম্যান এস এম জহরুল হায়দার (আওয়ামী লীগ), সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু (স্বতন্ত্র), স.ম আব্দুস সাত্তার (স্বতন্ত্র), মাসুদুল আলম দোহা (স্বতন্ত্র) ও অমেলা রানী (জাতীয় পার্টি)। ওই ইউনিয়নে সংরিক্ষত ওয়ার্ড সদস্য ১৬ ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৪৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ১নং ভূরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ৬জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- চেয়ারম্যান মো. ফারুক হোসাইন (স্বতন্ত্র), এ. কে, এম, জাফরুল আলম (আ’লীগ), সাবেক চেয়ারম্যান জি, এম লিয়াকত আলী (স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান মো. আজিজুল হক (স্বতন্ত্র), মো. মোখলেছুর রহমান (স্বতন্ত্র), মো. জয়নুল আবেদিন (ইঃ আঃ বাঃ)। এছাড়া সংরিক্ষত-১৯, সাধারণ- ৫৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ৮নং ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- চেয়ারম্যান জি, এম, শোকর আলী (আ’লীগ), সাবেক -চেয়ারম্যান জি, এম, সাদেকুর রহমান (স্বতন্ত্র) ও আবু বকর সিদ্দীক (ইঃআঃবাঃ)। এছাড়া সংরক্ষিত ১৩, সাধারণ ৪৪। ইতিমধ্যে এ নির্বাচন কে কেন্দ্র করে ঘোষিত ইউনিয়ন তিনটিতে ভোট উৎসব শুরু হয়েছে। 8,615,748 total views, 7,405 views today |
|
|
|