Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে সরগরম ভোটের মাঠ

চেয়ারম্যান পদে ৭৯\ সংরক্ষিত নারী সদস্য ১৯০\ সাধারণ সদস্য ৫৪১ জন প্রার্থী

এসএম মোস্তফা কামাল : আগামী ২৬ ডিসেম্বর ২০২১ রবিবার চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে শ্যামনগর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এছাড়া পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি শ্যামনগরের আরো ৩টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। দুইটি ধাপে ১২টি ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নগুলোয় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোটের মাঠ সরগরম করে তুলেছেন প্রার্থী, সমর্থক ও ভোটাররা। সকাল থেকেই প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের মন জয় করতে দুয়ারে দুয়ারে কড়া নাড়ছেন।

প্রার্থীরা কথায় কথায় আশার বাণী শোনাচ্ছেন ভোটারদের কাছে এবং মন জয় করার চেষ্টা করছেন নতুন ভোটারদের। এছাড়া গণসংযোগ, মোড়ে মোড়ে মতবিনিময় সভা, উঠান বৈঠক ও পথসভা করে ভোটারদের সাথে যোগসূত্র তৈরি করার আপ্রাণ প্রয়াস চালাচ্ছেন প্রার্থীরা। পোষ্টার, ব্যানারে ছেয়ে গেছে চারপাশ। নির্বাচনি আচরণবিধি মেনে দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত চলছে মাইকে প্রচার প্রচারণা। চায়ের দোকানগুলোতেও ঝড় উঠছে চায়ের কাপে নির্বাচনি হিসেব নিকেশ, আলোচনা ও সমালোচনা। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচনে মোট চেয়ারম্যান প্রার্থী ৭৯ জন, সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য পদে ১শ’ ৯০ জন প্রার্থী এবং ইউনিয়ন পরিষদ সদস্য পদে ৫শ’ ৪১ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।

শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম জানান, ‘আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৬৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১শ’ ৪২ জন ও সাধারণ সদস্য পদে ৩শ’ ৯৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৪৮ জন ও সাধারণ সদস্য পদে ১শ’ ৪৩ জন প্রার্থীর মাঝে আগামী ২০ ডিসেম্বর নির্বাচনি প্রতীক বরাদ্দ হবে’। নির্বাচন অফিসার আরো জানান, ‘২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনে মোট ১ লাখ ৭৬ হাজার ৭শ’ ৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এরমধ্যে আটুলিয়া ইউনিয়নে মোট ভোটার ২৮ হাজার ১শ’ ৫৪ জন। আটুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৬ জন প্রার্থী। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান আবু সালেহ বাবু (আনারস প্রতীক), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী কামরুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কামাল উদ্দীন (মটরসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এস এম মোস্তফা কামাল (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী জি এম আলতাফ হোসেন (ঘোড়া প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সাত্তার (চশমা প্রতীক) পেয়ে নির্বাচনের মাঠে আছেন। কাশিমাড়ী ইউনিয়নে মোট ভোটার আছেন ২৪ হাজার ৭শ’ ৯৯ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান চেয়ারম্যান এসএম আব্দুর রউফ (আনারস প্রতীক), ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শমসের আলী ঢালী (নৌকা প্রতীক), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. আনিছুজ্জামান (চশমা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হক (মটরসাইকেল প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. রবিউল ইসলাম (হাতপাখা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রশিদ (ঘোড়া প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল জব্বার (অটোরিক্সা প্রতীক), মো. আনিছুর রহমান গাজী (লাঙ্গল প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী পরিতোষ হালদার (রজনীগন্ধা প্রতীক)।

নুরনগর ইউনিয়নে মোট ভোটার আছেন ১৫ হাজার ২শ’ ৩৯ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৬ জন প্রার্থী। এরমধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. বখতিয়ার আহমেদ (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর (আনারস প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোখলেছুর রহমান (হাতপাখা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মীর আলী মোল্যা (চশমা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার (মটর সাইকেল প্রতীক) ও অপর স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা (ঘোড়া প্রতীক)। কৈখালী ইউনিয়নে মোট ভোটার আছেন ২২ হাজার ৩শ’ ৭৩ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৮ জন প্রার্থী। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ আব্দুর রহিম (ঘোড়া প্রতীক), আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান জিএম রেজাউল করিম (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান শাহাজান সিরাজ (মটরসাইকেল প্রতীক), স্বতন্ত্র প্রার্থী জিএম শাহ আলম (রজণীগন্ধা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী জিএম আমিনুর রহমান (চশমা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মোত্তালেব হোসেন (টেবিলফ্যান প্রতীক), গোলাম মোস্তফা (হাতপাখা প্রতীক) ও শাহানারা খাতুন (আনারস প্রতীক)। রমজাননগর ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৩শ’ ৩৭ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।

প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ আল মামুন (ঘোড়া প্রতীক), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আকবর আলী (মটরসাইকেল প্রতীক), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহনুর আলম (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আফতাবুজ্জামান (চশমা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবু হাসান গাজী (হাতপাখা)ও রাশিদুল ইসলাম (আনারস প্রতীক)। মুন্সিগঞ্জ ইউনিয়নে মোট ভোটার ২৭ হাজার ১শ’ ৭৮ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল (চশমা প্রতীক), সাবেক চেয়ারম্যান অসীম কুমার মৃধা (নৌকা প্রতীক), জিএম মুনছুর রহমান (লাঙ্গল প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার (মটরসাইকেল প্রতীক), অহিদ মোল্যা (হাতপাখা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক সরদার (আনারস প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী মুজিবর রহমান (ঘোড়া প্রতীক)। বুড়িগোয়ালিনী ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ৫শ’ ৮৮ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।

প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম (চশমা প্রতীক), হাজী মুজিবর রহমান (লাঙ্গল প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হযরত আলী (হাতপাখা প্রতীক), আকবর হোসেন (ডাব প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী হারুনুর রশীদ (মটর সাইকেল প্রতীক)। পদ্মপুকুর ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৮শ’ ৭১ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান এসএম আতাউর রহমান (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আমজাদুল ইসলাম (চশমা প্রতীক), রফিকুল ইসলাম (লাঙ্গল প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী জয়নাল আবেদীন গাজী (হাতপাখা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী এসএম নুরুজ্জামান (ঘোড়া প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান (রজনীগন্ধা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (মটরসাইকেল প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ-উদ-দৌলা ফেরদাউস (আনারস প্রতীক)।

গাবুরা ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ১শ’ ৬৮ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জিএম মাছুদুল আলম (টেবিলফ্যান প্রতীক), সাবেক চেয়ারম্যান জিএম শফিউল আযম লেনিন (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক আলী (মটরসাইকেল প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্যাহ আল মামুন (হাতপাখা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রহিম (রজনীগন্ধা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী জিএম আবিয়ার রহমান (আনারস প্রতীক), স্বতন্ত্র প্রার্থী গাজী মোস্তফা কামাল (চশমা প্রতীক), আব্দুল্লাহ আল-আমিন (ঘোড়া প্রতীক) ও রবিউল ইসলাম জোয়াদ্দার (লাঙ্গল প্রতীক) নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম আরো জানান, ‘পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য আগামী ৫ জানুয়ারিতে এ উপজেলার ৩টি ইউনিয়নে নির্বাচনের প্রতীক আগামী ২০ ডিসেম্বর বরাদ্দ হবে। ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্যামনগরে ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৪৮ জন ও সাধারণ সদস্য পদে ১শ’ ৪৩ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাইতে বৈধতা পেয়েছেন।

এরমধ্যে ৩নং শ্যামনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন ৪ জন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান এস এম জহরুল হায়দার, সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু (স্বতন্ত্র), স.ম আব্দুস সাত্তার (স্বতন্ত্র) ও মাসুদুল আলম দোহা (স্বতন্ত্র)। চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অমেলা রানী মন্ডলের বিরুদ্ধে মামলায় সাজা প্রাপ্ত হওয়ায় মনোনয়ন পত্র বাতিল হয়। এছাড়া এ ইউনিয়নে সংরিক্ষত ওয়ার্ড সদস্য পদে ১৬ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য ৪৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে। ১নং ভূরুলিয়া ইউনিয়নের ৫ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. ফারুক হোসাইন (স্বতন্ত্র), একেএম জাফরুল আলম (আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. আজিজুল হক, মো. মোখলেছুর রহমান (স্বতন্ত্র) ও মো. জয়নুল আবেদিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। সাবেক চেয়ারম্যান জিএম লিয়াকত আলী (স্বতন্ত্র) প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপী ও ডিলার শীপের অভিযোগে মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

এছাড়া সংরিক্ষত নারী সদস্য পদপ্রার্থী-১৯ জন ও সাধারণ সদস্য পদপ্রার্থী ৫৩ জনের মনোনয়ন বৈধতা পেয়েছে। ৮নং ঈশ্বরীপুর ইউনিয়নের ৩জন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে। তারা হলেন- চেয়ারম্যান জিএম শোকর আলী (আওয়ামী লীগ), সাবেক চেয়ারম্যান জিএম সাদেকুর রহমান (স্বতন্ত্র) ও আবু বকর সিদ্দীক (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী ১৩ জন ও সাধারণ সদস্য পদপ্রার্থী ৪৪ জনের মনোনয়ন বৈধতা পেয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম বলেন, ‘এ নির্বাচনকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রশাসন বিশেষভাবে নজরদারি করছেন। এছাড়া নির্বাচনি আচরণ বিধি যথাযথ মেনে প্রার্থীরা ও তাদের কর্মী-সমর্থকরা সংঘাত পরিহার করে যাতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারি সে বিষয়ে যথেষ্ট আশাবাদী’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version