Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে প্রকল্পের উপকারভোগীদের গণ-শুনানি

এস, এম, মোস্তফা কামাল : শ্যামনগরে সরকারি কর্মকর্তাদের ও প্রকল্পের উপকারভোগীদের সাথে কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ বিষয়ে গণ-শুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঈশ্বরীপুর এ. ছোবহান বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নবলোক কর্তৃক বাস্তবায়িত মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সিডা’র অর্থায়নে গণ-শুনানি অনুষ্ঠিত হয়। জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগণের অভিযোজন স্বক্ষমতা বৃদ্ধিতে নাগরিক সমাজ ও সরকারী প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালীকরন প্রকল্প এ গণ-শুনানির আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. জহিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এস.এম এনামুল ইসলাম প্রমুখ।

উপকারভোগীগণ এলাকাভিত্তিক মৎস্য, কৃষি এবং গবাদি পশু পালনের উপর প্রশিক্ষণের ব্যবস্থা করা, প্রকৃত চাষিদের প্রণোদনাসহ দুর্যোগের পরবতী ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা প্রস্তুত করে ক্ষতি পূরণের ব্যবস্থা করা, ওয়ার্ড ভিত্তিক সাব ডিলার নিয়োগ করাসহ বিভিন্ন বিষয়ে অতিথিবৃন্দের কাছে বক্তব্য উপস্থাপন করেন। অতিথিবৃন্দ প্রকল্পে উপকারভোগীদের কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ বিষয়ে বিভিন্ন সমস্যার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানের জন্য সম্ভাব্য চেষ্টা করবেন বলে জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবলোক প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আবু কাসেদ। প্রকল্পের পক্ষ থেকে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো. আব্দুল গফুর, প্রকল্প হিসাব রক্ষক তরুন কুমার ভট্টাচার্য, প্রকল্প ফ্যাসিলিটেটর-নাছিমা খাতুন, শামিমা খানম, কাজি হাসিবুল হাসান ও রেহানা পারভীন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version