নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় নানা প্রাকৃতিক প্রতিক‚লতা ও নানা শঙ্কা কাটিয়ে চলতি আমন মৌসুমের আমন ধান সংগ্রহে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি চলতি বোরো মৌসুমে বোরো ধানের আবাদের প্রাথমিক কাজও বেশ জোরে সোরে শুরু করছেন স্থানীয় কৃষকরা।
মঙ্গলবার( ১৪ ডিসেম্বর) সকালে খালিয়া বিল ঘুরে দেখা যায়,ভোর বেলায় কুয়াশার শিশির শুকানোর আগেই চলতি আমন মৌসুমে কয়েক দফা বাধা বিপত্তি কাটিয়ে লাগানো আমন ধান কৃষক-কৃষাণীরা সংগ্রহের উদ্দেশ্য কাস্তে,শ্রমিক নিয়ে ক্ষেতে প্রবেশ করছে। এবছর অতিবৃষ্টিতে কৃষকদের আমন মৌসুমে অনেকটা ক্ষতির মুখে পড়ছিল। সর্বশেষ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কয়েকদিনের বৃষ্টিতে এবার অধিকাংশ ক্ষেতে পানি কাদায় ভরপুর। ডাঙা জমি গুলো কিছুটা শুকনো হলেও নিচু জমিতে এবার কাদা পানিতে ধান কাটতে দেখা যায়। ফলে গো-খাদ্য (বিচুলি) সংগ্রহে অনেকটা সমস্যার সম্মুখীন হবে বলে কৃষকরা জানান। এছাড়াও ধান কাটার পরে শ্রমিকরা কাদা পানির ভিতর দিয়ে ধানের বোঝা নিয়ে আসতেও অনেক কষ্ট সাধ্য ব্যাপার। তারপরও সকল কষ্ট হাসি মুখে ধারণ করে এ অঞ্চলের কৃষকরা আমন ধান সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন। ইউয়িনের সব কয়টি বিলে কম বেশি ধান কাটার ধুম পড়ে গেছে। কৃষকদের বাড়ি বাড়ি ধানের পালা সাজানো হয়েছে। অনেকে ধান মাড়াই করে বস্তা বন্দী করছে। অন্য দিকে চলতি বোরো মৌসুমের শুরুতেই বোরো ধানের আবাদের জন্য কৃষকরা বীজতলা নির্বাচন,চাষ এমনকি অনেকেই বীজতলায় বীজ বপন করতে দেখা গেছে। যদিও আমন ধানের তুলনায় বোরো আবাদ খাজরায় অনেক কম হয়ে থাকে। কারণ হিসেবে স্থানীয়রা মিষ্টি পানি অভাব কে দায়ী করেছেন। স্থানীয়দের দাবী বিলের মধ্যে সরকারি খালগুলো খনন করে উন্মুক্ত করে রাখতে পারলে বোরো ধানের আবাদ ব্যাপক হারে বৃদ্ধি পাবে।
খালিয়া গ্রামের ধান শ্রমিক কামরুল ইসলাম জানান,বিল শুকনো হলে ধান কাটতে সুবিধা হয়। পানি কাদার মধ্যে ধান কাটতে গেলে পায়ে বিভিন্ন সমস্যা দেখা দেয়। ধানের বোঝা দূর থেকে আনতে আমাদের অনেক কষ্ট হয়।
এবিষয়ে আশাশুনি উপজেলা কৃষি অফিসের খাজরা বøকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম এ প্রতিবেদক কে জানান,খাজরায় এবার চলতি আমন মৌসুমে ১হাজার ৯শ ২৫ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ মাত্রা অর্জিত হয়েছে। বোরো আবাদের লক্ষ মাত্রা ৩শ হেক্টর ধরা হয়েছে। কৃষি অফিস থেকে প্রান্তিক পর্যায়ে কৃষকদের ধান বীজ সার দেওয়া হয়। এবারও খাজরায় বোরো ধানের বীজ কৃষকদের বিনা মূল্যে সরবরাহ করা হয়েছে।
শঙ্কা কাটিয়ে আমন ধান সংগ্রহে ব্যস্ত কৃষক বোরো আবাদ শুরু
https://www.facebook.com/dailysuprovatsatkhira/