ডিসেম্বর ১৫, ২০২১
মাগুরায় মুক্তিযোদ্ধাদের মাজার জিয়ারত ও পুষ্পার্ঘ্য-অর্পণ
মাগুরা (তালা) প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও তালা উপজেলা প্রশাসনের আয়োজনে মাগুরা ক্ষত্রিয় পাড়ায় ৪ জন শহীদ মুক্তিযোদ্ধার মাজার জিয়ারত ও পুষ্পার্ঘ্য-অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে বীর মুক্তিযোদ্ধা শেখ ময়নুল ইসলামের সঞ্চলনায় ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানা গোয়েন্দা সংস্থা (ডিএসবি) কামরুজ্জামান বিশ্বাস, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুল ইসলাম, ডেপুটি কমান্ডার আলাউদ্দন জোয়াদ্দার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান মুর্শীদা পারভিন পাপড়ি, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ময়নূল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা ছাত্র লীগের সভাপতি মিলন কুমার রায়, সাধারণ সম্পাদক ফারদীন হাসান দ্বীপ, মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দেবব্রত দেবনাথ, মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার, তালা মুক্তিযোদ্ধা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল হক, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক শেখ তৌবুর রহমান প্রান্ত, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুল হান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক উত্তম সেন, ইউপি সদস্য সাবিনা বেগম, শেখ ময়নুল ইসলাম, শেখ রেজাউল করিম, মাগুরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নিহার রঞ্জন সরকার, সহ-সভাপতি প্রদীপ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা দেবার্শীষ মুখার্জী, প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মন্ডল, মাগুরা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বাস দুলাল চন্দ্র, কৃষকলীগ নেতা গোলক দেবনাথ, সাবেক ছাত্রলীগ নেতা মুকুল দাশ, সাইদুল রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 8,588,886 total views, 5,572 views today |
|
|
|