ডিসেম্বর ২৯, ২০২১
পুরাতন ফোন নিয়ে নতুন ফোন দিচ্ছে বাপ্পি টেলিকম
ফারুক হোসাইন রাজ, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় এই প্রথম নতুন বছরকে স্বাগত জানাতে পুরাতন ব্রান্ডের ফোন নিয়ে নতুন ফোন দিচ্ছেন বাপ্পি টেলিকম। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে এমন তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকা’কে জানিয়েছেন বাপ্পি টেলিকমের পরিচালক সাইফুল ইসলাম বাপ্পি। তিনি বলেন, পোস্ট টাইটেল দেখে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। নতুন বছরকে স্বাগত জানাতে এমন আকর্ষণীয় উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এলাকার মানুষের মধ্যে আনন্দে থাকে। এটাই সত্য যে গ্রাহকের ব্যবহৃত পুরাতন জধষসব,Ralme, vivo, oppo , Samsung, Xiaomi, 1+ iphone ব্রান্ড কোম্পানীর যে কোন মডেলের মোবাইল ফোনটি পরিবর্তন করে গ্রাহক নতুন মোবাইল সংগ্রহ করে নিতে পারবে তবে Symphony, itel I tecno মোবাইল ফোন বাদে। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের যশোর – সাতক্ষীরা মহাসড়কের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে বাপ্পি টেলিকমে। তিনি আরও জানায়, পুরাতন ফোনটির বিনিময়ে গ্রাহকের পছন্দ অনুযায়ী তার ফোনের মূল্য ও প্রতিষ্ঠানের আলোচনার মাধ্যমেই নতুন একটি ফোন নিতে পারবেন। গ্রাহকের ফোনটি ভালো করে যাচাই করা হবে যদি এক্সচেন্জের আওতায় থাকে তাহলে নির্দিষ্ট দামের বিনিময়ে যে ফোনটি নিতে চাই সে ফোনটি নিতে পারবে। পুরাতন ফোনের তুলনায় পছন্দের ফোনটি বেশি মূল্যের হলে অতিরিক্ত অর্থ দিতে হবে। পুরাতন মোবাইলটির ক্রয়ের রশিদ ও প্যাকেট টি সাথে আনতে হবে। এতে গ্রাহক অতিরিক্ত ছাড় পাবেন। যদি কাগজ পত্র না থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে। তবে নষ্ট বা লক করা কোন মোবাইলের বিনিময় গ্রহণযোগ্য হবে না। 8,590,952 total views, 7,638 views today |
|
|
|