Site icon suprovatsatkhira.com

পাটকেলঘাটায় ছিঁচকে চোরের উপদ্রব বৃদ্ধি

নাজমুল হক, পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় হঠাৎ ছিঁচকে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। রাতের চেয়ে দিনের বেলায় বাড়ির সদস্যরা কর্মস্থলে থাকার সুযোগ কাজে লাগিয়ে অভিনব কায়দায় চোর সিন্ডিকেটের সদস্যরা চুরি অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) পারকুমিরা গ্রামের পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী আবু বক্কর খোকার বাড়িতে সকাল সাড়ে ১০টার দিকে চুরি সংঘটিত হয়। জানা যায়, আবু বক্কর খোকা সকালে কলেজের পরীক্ষার ডিউটি পালনকালে এবং তার স্ত্রী পাশের বাড়িতে ঘুরতে গেলে সেই ফাঁকে চুরির সিন্ডিকেটের সদস্যরা তার বাড়িতে প্রবেশ করে ঘরের আলমারি থেকে নগদ টাকা পয়সা ও স্বর্ণের অলংকার নিয়ে পালিয়ে যায়।

আধা ঘণ্টার মধ্যে খোকার স্ত্রী বাড়িতে প্রবেশ করে দেখে ঘরের ভিতরে সব তছনছ করা। পরে দেখে তাদের আলমারিতে রাখা নগদ টাকা ও স্বর্ণের গলার চেইন, আঙটি, কানের দুল নেই। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। কিছুদিন আগেও পাটকেলঘাটা পশ্চিম পাড়ার আব্বাস উদ্দীনের বাড়িতে একই স্টাইলে চুরি সংঘটিত হয়। জানা যায় প্রায় ৪ লক্ষাধিক মালামাল তার বাড়ি থেকে চুরি হয়। এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অতি দ্রæত চোর সিন্ডিকেটের সদস্যদের গ্রেফতার করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version