Site icon suprovatsatkhira.com

নলতায় ৫৮তম ওরছ শরীফের পরামর্শ সভা

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জের নলতায় বিশ্বের বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যক, দার্শনিক, মুসলিম রেঁনেসার অগ্রদূত, অসাম্প্রদায়িক চেতনার অধিকারী, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, সুফি-সাধক, পীরে কামেল সুলতানুল আউলিয়া, কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ৫৮তম বার্ষিক ওরছ শরীফের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) পাক রওজা শরীফ প্রাঙ্গণে বেলা ১১ টায় এ পরামর্শ সভার আয়োজন করা হয়।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপির সভাপতিত্বে এবং কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নির্বাহী কমিটির সদস্য আলহাজ্জ আবুল ফজল শিক্ষকের সঞ্চালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় স্বাগত বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক। আলোচনা রাখেন কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষক, পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌ. আব্দুর রাজ্জাক, মিশনের সহ-সম্পাদক আলহাজ্জ মো. মালেকুজ্জামান, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা মো. আবু সাঈদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহী জামে মসজিদের ইমাম আলহাজ্জ হাফেজ মো. শামছুল হুদা।

সভায় আগামী ৯, ১০ ও ১১ ফেব্রæয়ারি ২০২২ এবং ২৬, ২৭ ও ২৮ মাঘ ১৪২৮ বুধ, বৃহস্পতিবার ও শুক্রবার পীরে কামেল হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর তিনদিন ব্যাপী ৫৮ তম বার্ষিক ওরছ শরীফে লক্ষাধিক মানুষের সমাগম ও বিগত সময়ের চেয়ে দ্রব্যমূল্যের ব্যয় বৃদ্ধি পাওয়ায় যার যার অবস্থান থেকে বেশি বেশি সহযোগিতার আহŸান জানান সভাপতি সহ সকল বক্তাগণ। উক্ত পরামর্শ সভায় আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মো. মুজিবর রহমান, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন, মো. আনোয়ারুল হক, আলহাজ্জ মো. ইউনুস, আলহাজ্জ রফিকুল ইসলাম বাচ্চু, আলহাজ্জ রবিউল হক, কর্মকর্তা ও নলতা ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান, কর্মকর্তা খায়রুল হাসান, আলহাজ্জ আনারুল ইসলাম, শফিকুল আনোয়ার রঞ্জু, আলহাজ্জ একরামুল রেজা, শফিকুল হুদা সহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখা মিশনের কর্মকর্তা, মিশনের সাবেক কর্মকর্তা আলহাজ্জ মো. আনিছুজ্জামান খোকন, আলহাজ্জ ডা: আকবর হোসেন, আলহাজ্জ ডা: আবুল কাশেম, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি তথা নানা শ্রেণি পেশার আমন্ত্রিত পীর কেবলার অতিথিবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version