নলতা (কালীগঞ্জ) প্রতিনিধি: কালীগঞ্জের নলতায় “কোভিডোত্তর বিশে^র টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্বে ও অংশগ্রহণ” “৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় এম জে এফ বিশেষ প্রতিবন্ধী (এন ডি ডি) বিদ্যালয়ের আয়োজনে মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম.জে.এফ) সংস্থার সহযোগিতায় এম জে এফ বিশেষ প্রতিবন্ধী (এন ডি ডি) বিদ্যালয়ে আলোচনা সভার সভাপতি আলহাজ্ব আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং নলতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম খলিল।প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহিম খলিল বলেন, “প্রতিবন্ধীরা কিন্তু এখন সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীরা প্রশিক্ষণের মাধ্যমে শরীর চর্চা, কুচকাওয়াজ, গান-বাজনাসহ ক্রীড়াঙ্গণেও সাফল্যের সাথে অংশগ্রহণ করছে।
বর্তমানে অনেক প্রতিবন্ধীরা অলিম্পিক থেকে বিভিন্ন সম্মানজনক পুরষ্কার নিয়ে আসছে “। জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সকল সুযোগ সুবিধা দিতে সুবর্ণ নাগরিকের পরিচয় পত্র দিয়েছেন।এছাড়াও বর্তমান সরকার প্রতিবন্ধীদের শতভাগ ভাতার আওতায় নিয়ে এসেছে । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃআ.ফ.ম রুহুল হক এম পি’র প্রতিনিধি মোঃ আব্দুল খালেক,মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম.জে.এফ) সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজহারুল ইসলাম, হাদিপুর মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম ।
বিশেষ অতিথি মোঃ আজহারুল ইসলাম বলেন ” প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় , সম্পদ। আমাদের ভাল মন নিয়ে মানবতার সেবায় সমাজে পিছিয়ে পড়া অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে।” উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃহাবিবুর রহমান হবি, মোঃ শাহ আলম শাহীন, শাহানিমা আক্তার, এম জে এফ বিশেষ প্রতিবন্ধী (এন ডি ডি) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ পারভেজ সহ এম জে এফ বিশেষ প্রতিবন্ধী (এন ডি ডি) বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ । অনুষ্ঠান শেষে এম জে এফ বিশেষ প্রতিবন্ধী (এন ডি ডি) বিদ্যালয়ের ছাত্র তারিফ আহম্মেদ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার সুস্থ্যতার জন্য দোয়া করা হয়।