Site icon suprovatsatkhira.com

দেবহাটায় ভূমিহীন কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের মৃত্যু বার্ষিকী পালিত

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির প্রধান উপদেষ্টা প্রয়াত ভূমিহীন কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের ১২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় উপজেলার ভূমিহীন জনপদ খলিশাখালিতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। ভূমিহীন নেতা গোলাপ ঢালীর সভাপতিত্বে এবং আবুল হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খলিশাখালি ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আনারুল ইসলাম, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, আনিছুর রহমান, সুনীল স্বর্ণকার, নারীনেত্রী মমতাজ বেগম, এবাদুল ইসলাম, শাহাদাত হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, বিগত ২০০৯ সালের ৫ ডিসেম্বর রাতে সাতক্ষীরায় ভূমিহীন আন্দোলনের অগ্নি পুরুষ সাইফুল্লাহ লস্কার কে শ্বাসরোধ করে গুপ্তহত্যা করা হয়।

কৃষক নেতা সাইফুল্লাহ লস্কর হত্যার এগারো বছর অতিবাহিত হলেও অদ্যাবধি হত্যাকারীদের পুলিশ গ্রেফতার করেনি ও মামলার কোন সন্তোষজনক পদক্ষেপ নেই। তিনি শোষিত-বঞ্চিত, নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে থেকে লড়াই-সংগ্রাম করেছেন। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগঠন-সংগ্রাম করেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি দলের লোকজন ও প্রশাসনকে কাজে লাগিয়ে ভূমিদস্যু ঘের মালিকরা খলিশাখালিসহ সাতক্ষীরা জেলার হাজার হাজার একর খাস জমি দখল করে রাখেন। অপরদিকে গরীব মানুষ মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে ভূমিহীনে পরিণত হয়েছে। কৃষক নেতা সাইফুল্লাহ লস্কর সাতক্ষীরা জেলাতে ভূমিহীন মানুষের একটু মাথা গোঁজার ঠাঁই করে দিতে ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণের দাবী তোলেন এবং ভূমিহীন কৃষকদের এ ন্যায্য দাবী প্রতিষ্ঠার জন্য ভূমিহীন কৃষকদের সংগঠিত করে লড়াই-সংগ্রাম অব্যাহত রাখেন।

সাইফুল্লাহ লস্কর তার সারা জীবনের রাজনৈতিক কর্মকান্ডের মাধ্যমে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথ দেখিয়েছেন। যেখানে অত্যাচার-নিপীড়ন, শোষণ-বঞ্চনা সেখানেই লড়াইয়ে সাইফুল্লাহ্ লস্কর অগ্রসেনানীর ভূমিকা পালনে পিছপা হননি। বক্তারা অবিলম্বে এই ভূমিহীন কৃষক নেতার হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। একইসাথে ভূমিদস্যুদের কবল থেকে দখলকৃত খলিশাখালির প্রায় ১৩শ বিঘা সম্পত্তি সরকারি নিয়মে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্তের উদ্যোগ গ্রহনের জন্যও দাবী জানান বক্তারা। পরে আসরের নামাজ শেষে কয়েকটি মসজিদে সাইফুল্লাহ লস্করের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version