Site icon suprovatsatkhira.com

দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার সুন্দরবন বালিকা বিদ্যালয় মাঠে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল দশটায় শ্যামনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ঢাকা চিপ এক্সিকিউটিভ অফিসার সুমন্ত ঘোষ, এডিসি কাজী আরিফুর রহমান, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শহীদুল্লাহ, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহেদ মোর্শেদ, শ্যামনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট কৃষ্ণপদ মন্ডল, দপ্তর সম্পাদক মুক্তারাম বিশ্বাস, প্রচার সম্পাদক প্রদীপ কুমার রপ্তানি, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি বিধান চন্দ্র দত্ত বাপ্পি, সেক্রেটারি দেবব্রত কুমার মন্ডল, মুন্সিগঞ্জ ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল মৃধা, সেক্রেটারি অচিন্ত্য কুমার মন্ডল।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ ও ভারত একই মায়ের দুটি সন্তান সকল বিপদে-আপদে সব সময় একে অপরের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া অসুস্থ ব্যক্তিদের ভিসা জটিলতা থাকলে এক দিনের মধ্যে ভিসা পাইয়ে দেয়ার আশ্বাস দেন। আলোচনা শেষে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪০০ অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার বাবুলাল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version