Site icon suprovatsatkhira.com

দরগাহপুরে বিদ্রোহী প্রার্থীর অফিসে হামলার অভিযোগ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির দরগাহপুর ইউপি নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকি, অফিসে হামলা ও পোষ্টার ছিড়েফেরাসহ বিভিন্ন অভিযোগে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দরগাহপুর গ্রামের মৃত কেএম জামাল উদ্দীনের ছেলে জিয়ার উদ্দীন বাদী হয়ে লিখিত এজাহার দাখিল করেছেন।

দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে, স্বতন্ত্র (আনারস প্রতীক) চেয়ারম্যান প্রার্থী শেখ গোলাম কুদ্দুছ ময়নার ৯নং ওয়ার্ডে জনৈক গনি সরদারের বসতঘর সংলগ্ন নির্বাচনি অফিস রয়েছে। অফিসের কাছে সোমবার রাত্র ৯.৩০ টার দিকে সবুজ ও ছাদ্দাম আনারসের পোষ্টার টানাচ্ছিলেন। এসময় নৌকা প্রতীকের কর্মী আনিছুর, শেখ শফিকুল, মুছা গাজী, শেখ সাহেব বাবুসহ তাদের সঙ্গীসার্থী লোহার রড, হাতুড়ি, শাবল ইঃ নিয়ে অফিসের সামনে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ, পোষ্টার লাগাতে নিষেধ করে ও জীবন নাশের হুমকি দেয়। গনি সরদারের বাড়িতে ঢুকে বিপ্লবকে খুঁজে না পেয়ে তার স্ত্রীকে ঘুষি মারে এবং দু’কন্যার হাত ধরে টানলে পাশের লোকজন এগিয়ে গেলে অফিসে ভাঙচুর করে কেটে পড়ে।

এ ব্যাপারে নৌকার প্রার্থী চেয়ারম্যান শেখ মিরাজ আলি বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পোষ্টার লাগানো নিয়ে দু’পক্ষের মধ্যে মুখ বলাবলি হলে জানতে পেরে আমি নিজে ও থানা পুলিশের মাধ্যমে পরিস্থিতি মিটিয়ে দেওয়া হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version