Site icon suprovatsatkhira.com

ডিবি লকআপে মুক্তিযোদ্ধা সন্তানের মৃত্যুর ঘটনা তদন্তে আশাশুনির মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ডিবি পুলিশের হেফাজতে মুক্তিযোদ্ধা সন্তানের মৃত্যু তদন্তের দাবিতে আশাশুনিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫ টায় উপজেলার প্রতাপনগর পুরাতন থানার হাটখোলা বিট হাউস মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তান বাবুল রেজার উপস্থাপনা পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য ও সানরাইজ যুব সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তান গাজী আরিফিন (মুন্না), ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ন আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা সন্তান আফজাল হোসেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য মোস্তফা কামাল, মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন গাজী, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল গনি, সাবেক ইউপি সদস্য মাকছুদুর রহমান গাজী, স্থানীয় শতাধিক এলাকাবাসী। মুক্তিযোদ্ধা সন্তান বাবুল হোসেনের মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানান হয়।
বক্তারা বলেন, দেবহাটা বসন্ত পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জুড়োন সরদারের সন্তান বাবুল হোসেনকে শনিবার তার বাড়ি থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। রবিবার ভোরে বাবুল আত্মহত্যা করেছে বলে পরিবার কে জানান ডিবি পুলিশ। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে মৃত্যুর প্রকৃত রহস্য উদ ঘটন করতে হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version