জয়নগর (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়া উপজেলার ১ নং জয়নগর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে কম্বল বিতরণে স্বজন প্রীতির অভিযোগ উঠেছে। ইউনিয়নের সদ্য নির্বাচিত ইউপি সদস্যরাই এই অভিযোগ তুলেছে।
ইউপি সদস্যরা জানান, গরিব ও অসহায়দের জন্য সরকারের দেওয়া ২৪০ শীত বস্ত্রের (কম্বল) হদিস মিলছে না। সাংবাদিকদের সাথে আলাপকালে ইউপি সদস্যরা পাল্টা প্রশ্ন ছুড়ে জানতে চাইছেন বাকি কম্বল গেল কোথায় ? ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আসমত আলী বলেন, গত ১ সপ্তাহ আগে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণের জন্য গরিব ও অসহায়দের জন্য প্রথম পর্যায় সরকার ৪২০টি শীত বস্ত্র (কম্বল) প্রদান করে উপজেলা প্রশাসন।
পরিষদে নিয়ে আসা সরকারি ৪২০টি কম্বল নব-নির্বাচিত নারী চেয়ারম্যান বিশাখা সাহা প্রতি মেম্বরকে ১৫টি করে নয়টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বরসহ ১২ জনকে মোট ১৮০টি কম্বল দিয়েছেন গরিব ও অসহায়দের মধ্যে বিতরণের জন্য। মেম্বররা বাকি ২৪০ কম্বলের হদিস পায়নি। তিনিসহ আরও ৫ ইউপি সদস্য জানান, দুস্থ অসহায় ও গরিবের জন্য দেয়া সরকারের শীত বস্ত্র (কম্বল) ইউপি চেয়ারম্যান বিত্তবান ও তার অনুগত লোকদের মাঝে দিয়েছেন। নির্বাচনে কাজ করা তার কর্মীদের খুশি রাখতে তিনি কর্মীদের পরিবার প্রতি ৬/৭টি করে কম্বল দিয়ে অসহায়দের বঞ্চিত করেছেন।
এবিষয়ে জানতে চাইলে জয়নগর উইনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা সাহা বলেন, সরকারিভাবে পাওয়া সব কম্বল বিতরণ করা হয়েছে।