Site icon suprovatsatkhira.com

জাতীয় অধ্যাপক ডা. এম.আর খান ও আনোয়ারা খানম স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় অধ্যাপক ডা. এম.আর খান ও আনোয়ারা খানম স্মৃতি ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় রসুলপুর ফুটবল মাঠে রসুলপুর যুব সমিতির সার্বিক ব্যবস্থাপনায় রসুলপুর যুব সমিতির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন সদর সহকারি কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন মহিদ। ফাইনাল খেলায় মুখো-মুখি হয়- পারুলিয়া যুব সমিতি বনাম পূর্বাঞ্চল ক্লাব। খেলায় পারুলিয়া যুব সমিতিকে ১-০ গোলে হারিয়ে পূর্বাঞ্চল ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলের জন্য জয়সুচক গোল করে পূর্বাঞ্চল ক্লাবের সাইদুল ১টি গোল করে।

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি মো. নুরুল হক, ‘মা’ মটরস’র স্বত্বাধিকারী মো. জিল্লুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন, রসুলপুর যুব সমিতির সহ-সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এম.আর খান ও আনোয়ারা খানম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক আতিকুর রহমান খান চট্ট, রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মীর তাজুল ইসলাম রিপন, ইকবল কবির খান বাপ্পী, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কিরন্ময় সরকার, রসুলপুর যুব সমিতির সহ-সভাপতি মো. সৈয়দ আহম্মদ খান মনু, আলাউদ্দীন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ময়নুর আরেফিন মনি, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান রতন, দপ্তর সম্পাদক শাহবাজ আলী খোকন, সেবা ও সমাজ সাঈদ হাসান সাঈদ, অংগ সংগঠন প্রতিনিধি লিয়াকত হোসেন অরুণ, জাহিদুর রহমান শোভন, আলীম হাসান, রুবিনা জামান খান শাওলী, ফারহানা খান জয়া, আব্দুল কাদের, নির্বাহী সদস্য জাহাঙ্গীর কবির খান রেবু, শেখ আশরাফুল কবির লাবু, মোজাফ্ফার হোসেন, মো. কবির হোসেন, দিদারুল আলম খান জনি প্রমুখ। চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান করেছেন তুফান কোম্পানী ও রানার্সআপ পুরস্কার প্রদান করেছে ’মা’ মটরস। ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রসুলপুর ফুটবল মাঠ কানায় কানায় দর্শক খেলাটি উপভোগ করে। এসময় রসুলপুর যুব সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্যাপশন : সাতক্ষীরায় রসুলপুর যুব সমিতির উদ্যোগে জাতীয় অধ্যাপক ডা. এম.আর খান ও আনোয়ারা খানম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সদর এসিল্যান্ড মো. মহিউদ্দিন মহিদ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version