Site icon suprovatsatkhira.com

জননেত্রী শেখ হাসিনার দেশে সংখ্যালঘুরা নির্ভয়ে বসবাস করবে- বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের ধুলিহরে গত ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন পরবর্তী ইউপি নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় অসহায় সংখ্যালঘু ও নৌকার কর্মী সমর্থকদের উপর সহিংস তান্ডব ও বর্বর হামলার ঘটনায় ধুলিহর ইউনিয়নের নাথ পাড়া গ্রামে সরেজমিনে হামলা ও নির্যাতনের শিকার পরিবারের পাশে দাঁড়ালেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

শুত্রবার (৩ ডিসেম্বর) পবিত্র জুমআ’র নামাজ আদায় করে সরেজমিনে চলে যান ধুলিহর ইউনিয়নের নাথ পাড়া এলাকায়। এসময় হামলার শিকার স্বর্গীয় শিবপদ দেবনাথের ছেলে অজয় দেবনাথ সদর এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নিকট অভিযোগ করে বলেন, আমরা সংখ্যালঘুরা সব সময় নৌকায় ভোট দেই, গত ১১ নভেম্বর ধুলিহর ইউপি নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজান চৌধুরী ভোটে জয়লাভ করায় তার উস্কানীতে তার কর্মী ও সমর্থক নাথ পাড়া এলাকার আলী হোসেনের ছেলে মোখলেছ, আব্দুস সাত্তার’র ছেলে জাহিদ, জগন্নাথের ছেলে সুমন দেবনাথ, গৌবিন্দপুর এলাকার সৈয়দ আলীর ছেলে আব্দুল হাকিম, আনছার গাজীর ছেলে আব্দুল খালেক, আছরোপ’র ছেলে হাফিজুল, ছমেদ আলীর ছেলে ইয়াছিন আরাফাত, সাদেকের ছেলে লিটন মোড়ল ও করিম’র নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের নারী ও পুরুষদের উপর হামলা করে এবং গোয়াল থেকে হাতুরি দিয়ে তালা ভেঙ্গে গরু নিয়ে যায়। সেই সাথে আমাদের এদেশ ছেড়ে চলে যেতে বলে হুমকি দিয়ে যায়। এছাড়াও গত বছর আমার ২ বিঘা জমির উপর জোর পূর্বক ১০/১৫টি ঘর তৈরী করে আমাদের জমি দখল নেওয়ার চেষ্টা করেছিল ঐ সন্ত্রাসী বাহিনী। তাদের দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবী জানান।

এসময় ধুলিহর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাবলুর রহমান জানান, ভোটের পরের দিন, বিদ্রোহী প্রার্থী মিজান চৌধুরী ভোটে জয়লাভ করায় তার কর্মী সমর্থকরা ধুলিহর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে হামলা করে মাননীয় প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ছিড়ে ফেলে ও ভাংচুর করে এবং সেই সাথে তার দোকান ভাংচুর করেছে বলে জানায়। এসময় সকল ঘটনা শুনে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, সহিংস তান্ডব ও বর্বর হামলার ঘটনায় যারা জড়িত তাদের তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জননেত্রী শেখ হাসিনার দেশে কোন সংখ্যালঘুর উপর অত্যাচার ও নির্যাতন হবেনা।” এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী রীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, সুপারিঘাটা ফাড়ির এ.এস.আই তন্ময় বসু, ধুলিহর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য রাবেয়া সুলতানা, মানস সোম, লাভলুসহ দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ক্যাপশন : ইউপি নির্বাচন পরবর্তী সংখ্যালঘুদের উপর সহিংস তান্ডব ও বর্বর হামলার ঘটনায় সরেজমিনে ধুলিহরের নাথ পাড়ায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version