একে আজাদ ইকতিয়ার,কেশবপুর: যশোরের কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়নে শুক্রবার রাতে দলীয় মনোনয়ন ঘোষণা করেছে আওয়ামী লীগ। কেশবপুরের ১১ টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন নতুন মুখ। কেশবপুরের ১১ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ত্রিমোহিনী ইউনিয়নে নৌকা প্রতীকে বিজয়ী আনিসুর রহমান মনোনয়ন পাননি। এখানে যুবলীগ নেতা ওহিদুজ্জামান মিন্টু পেয়েছেন নৌকা, সাগরদাঁড়ি ইউনিয়নে নৌকা প্রতিকে বিজয়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তাফিজুল ইসলাম এবার নৌকা পাননি। সেখানে নুতনমুখ অলিয়ার রহমান পেলেন নৌকা, মজিদপুর ইউনিয়নে পরাজিত দুবার পাওয়া নৌকার প্রার্থী গোলাম সরোয়ার এবার নৌকা পাননি।
এখানে নুতন মুখ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার পেয়েছেন নৌকা প্রতিক। বিদ্যানন্দকাটি ইউনিয়নে গত নির্বাচনে পরাজিত নৌকার প্রার্থী ইব্রাহিম হোসেন এবার নৌকা পাননি। এখানে নৌকা পেলেন এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান আওয়ামীলীগে নেতা মাষ্টার সামছুর রহমান, মঙ্গলকোট ইউনিয়নে আবারো নৌকা পেলেন আব্দুল কাদের। তিনি বিগত নির্বাচনে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মুন্সী মনোয়ার হোসেনের নিকট পরাজিত হন। কেশবপুর সদর ইউনিয়নে গতবারের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন এবার নৌকা পাননি।
এখানে নৌকা প্রতীক পেয়েছেন কেশবপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, পাঁজিয়া ইউনিয়নে এবার বিজয়ী নৌকা প্রতিকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম শফিকুল ইসলাম মুকুল নৌকা পেলেন না। এখানে নৌকা পেয়েছেন নতুন মুখ আওয়ামীলীগ নেতা জসিম উদ্দীন, সুফলাকাটি ইউনিয়নে নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ সরদার এবার নৌকা পাননি। এখানে নৌকা পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, গৌরিঘোনা ইউনিয়নে এবারো নৌকা নৌকা প্রতিক পেয়েছেন এস এম হাবিবুর রহমান। সাতবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতিকে বিজয়ী সামসুদ্দউদ্দীন দফাদার এবার নৌকা পেলেন না এখানে নৌকা পেলেন মুক্তিযোদ্ধা কন্যা সামছুন্নাহার লিলি ও হাসানপুর ইউনিয়নে আওয়ামী লীগ শহীদুজ্জামান শাহীন বিগত নির্বাচনে নৌকা পেয়ে পরাজিত হন। এখানে যুবলীগ নেতা তৌহিদুর রহমান পেয়েছেন নৌকা।