কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে প্রাক বড় দিন উদযাপন উপলক্ষে শিশুদের উপহার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার জাহানপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিণবঙ্গের কালভেরী ব্যাপিস্ট চার্চের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাসের সভাপতিত্বে জাহানপুর চার্চের হলরুমে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু। এ সময় বক্তব্য দেন চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাহানপুরের ম্যানেজার উজ্জ্বল দাস, হিসাবরক্ষক লেবিও গোলদার, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বালিয়াডাঙ্গার ম্যানেজার প্রদীপ সিংহ, সাংবাদিক কামরুজ্জামান রাজু, পালক অনুপ বিশ্বাস। এদিন ১৯৫ শিশুকে উপহার হিসেবে দেওয়া হয় কম্বল ও মশারী। শিশুদের মাঝে পুরস্কার বিতরণের পর কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।